adv
১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে জবাবদিহিতা থাকা দরকার: বুলবুল

স্পোর্টস ডেস্ক: বাইশ বছর আগে ২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টে ভারতের বিরুদ্ধে খেলা সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল টেস্ট সেঞ্চুরি করেছিলেন। সেই বুলবুল এখন আইসিসির এ ডেভলপমেন্ট ম্যানেজার। তিনি জানিয়েছেন, দল খারাপ করলেই ক্রিকেটার বা কোচ বাদ দেয়ার প্রথা থেকে সরে আসতে হবে বিসিবিকে। তাদের জবাবদিহিতা থাকা দরকার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ সর্বোচ্চ দুই ম্যাচ জিতেছে প্রথমবারের মতো। সেরা সাফল্যের সাথে ভারতের মতো পরাশক্তির বিপক্ষে বুক চিতিয়ে লড়াই করার মত ম্যাচের অভিজ্ঞতাও আছে এখন টাইগারদের ঝুলিতে। তবে ভালো প্রস্তুতি পেলে এই দল আরও ভালো করতো- বলে মত সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের। – যমুনাটিভি

এই ভালো করতে না করার পেছনে সব ডিপার্টমেন্টের জবাবদিহিতা থাকা উচিত বলে করেন আইসিসির এ ডেভলপমেন্ট ম্যানেজার। আমিনুল ইসলাম বুলবুল বলেন, আমি এটা আগেও বলেছি যে আমরা সবসময় সহজ কিছু কাজ করি। আমরা কোচকে বাদ দেই বা একজন প্লেয়ারকে বাদ দেই। কিন্তু আমরা কখনও চিন্তা করি না যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যারা কাজ করেন তাদেরও জবাবদিহিতা থাকা উচিত। জবাবদিহিতা বা পারফরমেন্স অ্যানালাইসিস যদি না করি তাহলে কিন্তু আমরা সব জায়গায় ইমপ্রুভ করতে পারবো না। এজন্য সবারই জবাবদিহিতা থাকা উচিত। এসব ব্যাপার মাথায় রেখেই এই জায়গাগুলোয় লোক নিয়োগ করা উচিত।
বরাবরের মতো বুলবুল আরও একবার মনে করিয়ে দিলেন বাংলাদেশের হয়ে কাজ করতে চান তিনি। আরও স্মরণ করালেন এখনো পর্যন্ত বিসিবি থেকে কোনো প্রস্তাব পাননি।

বুলবুল বলেন, আমি ২০০১ সালে জাতীয় দল থেকে বাদ পড়ি। তারপর থেকে আমি এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং আইসিসিতে কাজ করছি। আমি বাংলাদেশের ক্রিকেট বোর্ড থেকে কখনই কোনো অফিসিয়াল প্রস্তাব পাইনি। কোনো অ্যাডভার্টাইজমেন্টে আমি নিজেও কখনও অ্যাপ্লাই করিনি। এর প্রথম কারণ, আমি একটা চাকরি অলরেডিই করি। আমাকে অফার করা হয়েছিল বিপিএলে; এটা প্রত্যেক বছরই পাই। এছাড়া ঢাকা প্রিমিয়ার লীগের দলগুলো থেকেও অফার পাই। কিন্তু, বিসিবির কোনো অফার কখনই পাইনি; এটা আমি অফিসিয়ালই বলছি।

এক্ষেত্রে অকপটে নিজের আগ্রহ প্রকাশ করে সাবেক এ অধিনায়ক বলেন, দেখুন ক্রিকেট আমার প্রোফেশন। আমার ভূমিকা সবসময় যে মাঠে কোচিং তা কিন্তু নয়। আমি আইসিসিতে ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করছি, কোচ ট্রেনিং এডুকেশন লিড করছি, হাই-পারফরমেন্স করছি। বাংলাদেশের ক্রিকেটে এর সবগুলোই দরকার হয়। ব্যাপারটা এমন নয় যে আমাকে বাংলাদেশ জাতীয় দলের কোচ হতে হবে; দেশের ক্রিকেটের উন্নয়নে মানানসই যে কোনো পোস্টে যদি আমাকে সুযোগ দেয়া হয় তাহলে আমি যেকোনো সময় প্রস্তুত আমার দেশকে সার্ভিস দিতে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2022
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া