adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় চালককে এককভাবে দায়ী না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: সড়কে দুর্ঘটনায় চালককে এককভাবে দায়ী না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দেশে প্রচলিত নিয়মে গলদ আছে বলে জানিয়েছে বুয়েটের এক্সিডেন্ট রিসার্চ ইন্সটিটিউট।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় জাদুঘরে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের এক অনুষ্ঠানে এসব কথা জানানো হয়।

জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও সিনিয়র চিত্র সাংবাদিক মিশুক মনিরসহ ৫ জন মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মারা যান ২০১১ সালে। এ ঘটনায় বিচারিক আদালত বাস চালক জামিল হোসেনকে অভিযুক্ত করে যাবজ্জীবন সাজা দেয়। এরপর কারাগারেই মারা যান ওই বাস চালক।

দুর্ঘটনার পর সরেজমিন তদন্ত শুরু করে বুয়েটের দুর্ঘটনা রিসার্চ ইন্সটিটিউট। তাদের তদন্ত বলছে, বাস চালকের ভুলে নয়, তারেক মাসুদকে বহনকারী মাইক্রোবাস ওভারিটেকিং করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে।

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান জানান, বেশিরভাগ ঘটনায় তদন্তের আগেই চালককে দায়ী করে করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক খবর প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, একতরফা নয়, দুর্ঘটনার কারণ জানতে বিজ্ঞান সম্মত তদন্ত প্রয়োজন।

এর আগে এই অনুষ্ঠানে তারেক মাসুদ ও মিশুক মনিরের সড়ক দুর্ঘটনা নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া