adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাতার বিশ্বকাপে পাঠানো হচ্ছে ১৭ ফুট দৈর্ঘের বুট

স্পোর্টস ডেস্ক: চলতি বছরের নভেম্বরে কাতারের দোহাতে শুরু হবে বিশ্বকাপ ফুটবলের আসর। বিশ্বকাপ উন্মাদনার মধ্যে কেরালার কোঝিকোড়ে একটি ফুটবল বুট প্রদর্শন করা হচ্ছে। এটিকে বিশ্বের সবচেয়ে বড় বুট বলা হচ্ছে। উপহার হিসেবে এই বুট কাতারে পাঠানো হবে বলে জানা গেছে। – এনডিটিভি

৪৫০ কেজি ওজনের বুটটি কিউরেটর এম দিলীপের তত্ত্বাবধানে আইম্যাক্স গোল্ড রাইস প্রোডাক্টস নামে একটি প্রতিষ্ঠান তৈরি করেছে। ১৭ ফুট দৈর্ঘ্য এবং ৬ ফুট উচ্চতার জুতাটির গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠতে পারে। কোজিকোড়ের ডেপুটি মেয়র মুসাফর আহমেদের উপস্থিতিতে এক অনুষ্ঠানে বিশাল এই বুটটি উন্মোচন করা হয়।

এটি বর্তমানে কোজিকোড়ে প্রদর্শন করা হচ্ছে এবং কোচি থেকে একটি কন্টেইনার জাহাজে কাতারে পাঠানো হবে। ফিফা বিশ্বকাপ আয়োজক দেশের বিভিন্ন স্থানে বিশাল বুটটি প্রদর্শন করবে ফোকাস ইন্টারন্যাশনাল নামে একটি এনজিও।
বিশাল বুট উপহার দেওয়ার বিষয়ে ফোকাস ইন্টারন্যাশনালের জনসংযোগ কর্মকর্তা পিআরও মাজিদ পুলিক্কল বলেন, এটি ভারতের কাছ থেকে কাতারের জন্য সেরা এবং সবচেয়ে স্মরণীয় উপহার। এই মর্যাদাপূর্ণ বুটের কিউরেটর এম দিলীপ বিভিন্ন ক্ষেত্রে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী।

আগামী ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর দোহায় অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ ২০২২। আটটি গ্রুপে মোট ৩২টি দল টুর্নামেন্টে অংশ নেবে। স্বাগতিক দেশ ও ইকুয়েডরের মধ্যে হবে প্রথম ম্যাচ। সম্পাদনা: এল আর বাদল

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া