রাতে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা মুখোমুখি
স্পোর্টস ডেস্ক: স্পেনের ঘরোয়া ফুটবল লা লিগার দুই চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার জম্পেশ লড়াই দেখবে ফুটবল বিশ্ব। রোববার (১৬ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টা ১৫ মিনিটে খেলা শুরু হবে।
এবারের এলক্লাসিকোতে দুই দলে মেসি ও রোনালদো নেই বলে যে উত্তেজনা কোনও অংশে কমে গেছে, তা নয়। যুদ্ধাংদেহী মনোভাব নিয়েই মাঠে একে অন্যের বিপক্ষে লড়াই করবে। এটা দুই দলের মৌসুমের প্রথম এল ক্লাসিকো। রিয়াল মাদ্রিদ সান্তিয়াগো বার্নাব্যুতে স্বাগত জানাবে বার্সাকে। এই লড়াই দেখতে সমর্থকদের মধ্যে বাড়তি উত্তেজনা যোগ করেছে পয়েন্ট টেবিল। যৌথভাবে দুই দলেরই সমান ২২ পয়েন্ট, ৮ ম্যাচ শেষে গোল পার্থক্যে বার্সা শীর্ষে।
সাম্প্রতিক পারফরম্যান্সে লা লিগায় বার্সা এগিয়ে আছে। কারণ রিয়ালের উদ্বেগের জায়গা হয়ে দাঁড়িয়েছে তাদের ডিফেন্স। ৮ ম্যাচে ৭ গোল হজম করেছে তারা, অন্যদিকে বার্সা কেবল একটি। আর লিগে শেষ দেখায় গত মার্চে ৪-০ গোলে এই বার্নাব্যুতে মাদ্রিদ ক্লাবকে হারিয়ে এসেছিল কাতালানরা, এমনকি জুলাইয়ে ক্লাব প্রীতি ম্যাচেও বার্সা ১-০ গোলে জিতেছে। তাই রবার্ট লেভানডোভস্কি ও তার আক্রমণভাগকে সামলানোর কঠিন চ্যালেঞ্জ মাদ্রিদ ক্লাবের সামনে।
নিজেদের সবশেষ ম্যাচে অবশ্য দুই দলই ড্র করেছে। চ্যাম্পিয়নস লিগে বার্সা ঘরের মাঠে ইন্টার মিলানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে। যোগ করা সময়ে অ্যান্টনিও রুডিগারের গোলে ১-১ এ শাখতার দোনেৎস্কের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে রিয়াল।