adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সরকার ৭ ঘণ্টা বন্ধ রাখতে চায় সিএনজি স্টেশন

নিজস্ব প্রতিবেদক : গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় সিএনজি স্টেশন আরও দুই ঘণ্টা বাড়িয়ে ৭ ঘণ্টা বন্ধ রাখতে চায় সরকার।

এ সিদ্ধান্ত বাস্তবায়নে মঙ্গলবার (১১ অক্টোবর) সিএনজি স্টেশন মালিকদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেছে পেট্রোবাংলা।

গত ১ মার্চ থেকে কার্যকর হওয়া বর্তমানে সিএনজি স্টেশনগুলো সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত বন্ধ থাকে। নতুন উদ্যোগ বাস্তাবায়ন হলে ৭ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশনগুলো। তবে, কবে থেকে ও কয়টা থেকে কয়টা পর্যন্ত সরবরাহ বন্ধ থাকবে, এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

সিএনজি ওনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ফারহান নূর গণমাধ্যমকে বলেন, গ্যাস সংকটের কারণে আমাদেরকে আরও দুই ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার কথা জানায় পেট্রোবাংলা। আমরা এতে অসম্মতি জানিয়েছি।

পেট্রোবাংলার পরিচালক (অপারেশন) মো. কামরুজ্জামান বলেছেন, সিএনজি স্টেশন মালিকদের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। এখনও চূড়ান্ত কিছু হয়নি। তবে, সবাই এগিয়ে না এলে এই সংকট মোকাবিলা করা সম্ভব নয়।

উল্লেখ্য, দেশে বর্তমান গ্যাসের চাহিদা ৪২০ কোটি ঘনফুট। পেট্রোবাংলা সরবরাহ করছে ২৬৭ কোটি ঘনফুট। এর মধ্যে এলএনজি থেকে আসছে ৩৮ কোটি ঘনফুট।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া