adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউরোপে করোনার আরেকটি ঢেউ আসতে পারে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপে কোভিড-১৯ সংক্রমণের আরেকটি ঢেউ শুরু হতে পারে। কারণ এই অঞ্চলজুড়ে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে।

বুধবার (১২ অক্টোবর) বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (ইসিডিসি) এ তথ্য জানিয়েছে।

ডব্লিউএইচও’র ইউরোপের পরিচালক হ্যান্স ক্লুজ এবং ইসিডিসির পরিচালক আন্দ্রেয়া অ্যামোন যৌথ বিবৃতিতে বলেন, যদিও আমরা এক বছর আগে যেখানে ছিলাম সেখানে নেই, এটা স্পষ্ট যে কোভিড-১৯ মহামারি এখনও শেষ হয়নি।

তারা আরও বলেন, আমরা দুর্ভাগ্যবশত ইউরোপে সূচকগুলো আবার বাড়তে দেখছি,যা সংক্রমণের আরেকটি ঢেউ শুরুর ইঙ্গিত দিচ্ছে।

ডব্লিউএইচওর অঞ্চলভিত্তিক তথ্যে দেখা গেছে, ২ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে শুধু ইউরোপেই কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা বেড়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ৮ শতাংশ বেশি।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, ভ্যাকসিনের নেওয়ায় ক্লান্তি এবং ভ্যাকসিন নিয়ে বিভ্রান্তি এই অঞ্চলে বুস্টার ডোজ গ্রহণকে সীমিত করতে পারে।

ডব্লিউএইচও এবং ইসিডিসি উল্লেখ করেছে, সারা ইউরোপে লাখ লাখ মানুষ এখনও কোভিড-১৯ প্রতিরোধী টিকা বিহীন রয়ে গেছে।

ইউরোপীয় দেশগুলোকে মৌসুমি ইনফ্লুয়েঞ্জার বৃদ্ধির আগে ফ্লু এবং কোভিড-১৯ উভয় টিকা দেওয়ার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছে তারা।

ডব্লিউএইচও এবং ইসিডিসি বলেছে, নষ্ট করার মতো সময় নেই। ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তি, গর্ভবতী নারী এবং গুরুতর অসুস্থ মানুষসহ ঝুঁকিপূর্ণ গোষ্ঠীগুলোকে ইনফ্লুয়েঞ্জা ও কোভিড-১৯ উভয়ের বিরুদ্ধেই টিকা দেওয়া উচিত।

সূত্র : রয়টার্স, এনডিটিভি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া