adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আর্জেন্টাইন গঞ্জালো হিগুয়েইন ফুটবলকে বিদায় বললেন

স্পোর্টস ডেস্ক: ফুটবল মাঠে বল পায়ে আর দেখা যাবে না গঞ্জালো হিগুয়েইনকে। ইন্টার মিয়ামিতে খেলা আর্জেন্টাইন এই তারকা ফুটবলকে বিদায় জানালেন। সোমবার ১৭ বছরের ফুটবল ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, এসি মিলান, চেলসির মতো বিশ্বের অন্যতম কিছু বড় ক্লাবে খেলা এই স্ট্রাইকার। গোল ডটকম

৩৪ বছর বয়সী হিগুয়েইন ইন্টার মিয়ামির হয়ে চলতি মৌসুম সম্পন্ন করবেন। মেজর লিগ সকারে এখনও দুইটি ম্যাচ বাকি আছে। মৌসুমের শুরুতে ফর্ম ফিরে পেতে সংগ্রাম করা হিগুয়েইন ফিরেছেন নিজের মতো করেই। সবশেষ ১১ ম্যাচে করেছেন ১০ গোল। এই মৌসুমে ১৪ গোল ও ৩ অ্যাসিস্টের মালিক ‘এল পিপিতা’ সোমবারের প্রেস কনফারেন্সে অশ্রুসিক্ত চোখে জানিয়ে দিলেন, ইন্টার মিয়ামির হয়ে ২০২২ মৌসুমের পরই পাকাপাকিভাবে বুটজোড়া তুলে রাখবেন তিনি।

হিগুয়েইন বলেন, এমন একটা ক্যারিয়ার পেয়েছি, যার চেয়ে ভালো কিছু হয়তো হতে পারতো না। ফুটবল আমাকে অনেক দিয়েছে। যারা আমার উপর ভরসা রেখেছে, তাদের ধন্যবাদ জানাই। এখন সময় এসেছে বিদায় বলার। যমুনাটিভি
২০০৫ সালে আর্জেন্টাইন জায়ান্ট রিভার প্লেটের জার্সিতে শুরু হয় হিগুয়েইনের ক্যারিয়ার। এরপরের বছরই ১৬ মিলিয়ন ডলারে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দেন তিনি। লস ব্লাঙ্কোসদের হয়ে ২৬৪ ম্যাচে ১২১ গোল করেছেন তিনি। ৩টি লা লিগার সাথে রিয়ালের হয়ে তিনি জিতেছেন ১টি কোপা দেল রে শিরোপা। সেখানে ৭ মৌসুম কাটিয়ে ২০১৩ সালে ৫৩ মিলিয়ন ডলারে হিগুয়েইন পাড়ি জমান নাপোলিতে। সেখানেও দারুণ পারফরমেন্সের ধারা অব্যাহত রেখে ১৪৬ ম্যাচে করেন ৯১ গোল।

২০১৬ সালে প্রায় ১০০ মিলিয়ন ডলারে ইতালিয়ান রেকর্ড গড়ে হিগুয়েইন যোগ দেন য়্যুভেন্টাসে। প্রথম সিজনে ৩২ গোল করেন তিনি। তারপর ২০১৮-১৯ মৌসুমে ধারে খেলেন এসি মিলান ও চেলসিতে। তারপর ২০১৯-২০ মৌসুমে য়্যুভেন্টাসে ফিরে জেতেন নিজের তৃতীয় সিরি আ’ শিরোপা। তারপর পাড়ি জমান ইন্টার মিয়ামিতে। ৬৫ ম্যাচে ২৭ গোলের সাথে ১৪টি অ্যাসিস্ট রয়েছে ‘এল পিপিতা’র নামের পাশে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া