adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

উদ্ধারের ১৬ ঘণ্টা পর মুখ খুললেন রহিমা বেগম

ডেস্ক রিপাের্ট : উদ্ধারের প্রায় ১৬ ঘণ্টা পর মুখ খুলেছেন খুলনার আলোচিত মরিয়ম মান্নানের মা রহিমা বেগম।

তিনি দাবি করেছেন, তার বাসার নিচ থেকে তাকে অপহরণ করা হয়েছে। তার মুখে কাপড় বেঁধে চার-পাঁচজন দুর্বৃত্ত তাকে অপহরণ করেন।

রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রহিমা বেগমকে তার মেয়ে মরিয়ম মান্নানের মুখোমুখি করা হয়। এ সময় এ দাবি করেন তিনি।

এদিকে পুলিশ ইনভেস্টিগেশন অব বাংলাদেশ, (পিবিআই) খুলনার পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান দুপুর আড়াইটার দিকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শনিবার ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সৈয়দপুর থেকে উদ্ধারের পর থেকে কোনো কথাই বলছিলেন না তিনি। তবে দুপুর ১টার দিকে তাকে, তার সন্তানের মুখোমুখি আনা হয়। এ সময় অপহৃত হয়েছিলেন বলে দাবি করেন তিনি।

সৈয়দ মোশফিকুর রহমান আরও বলেন, তাকে অপহরণের পর অজ্ঞাতনামা জায়গায় ছেড়ে দেওয়া হয় বলে দাবি করেন তিনি। জমি-জমার বিরোধ থাকায় কিবরিয়া, মহিউদ্দিনসহ কয়েকজন ব্যক্তি তার কাছ থেকে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেন ও বাড়াবাড়ি না করার হুমকি দেন। একপর্যায়ে এক হাজার টাকা দিয়ে ছেড়ে দেন তাকে।

পুলিশের এ কর্মকর্তা জানান, রহিমা বেগমের দাবি, তিনি কিছুই চিনতে পারছিলেন না। একপর্যায়ে গোপালগঞ্জের মুকসুদপুর হয়ে বোয়ালখালী উপজেলার সৈয়দপুর গ্রামে যান। কিন্তু সঙ্গে মোবাইল নম্বর না থাকায় কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি তিনি। তার বক্তব্য যাচাই-বাছাই করে আদালতে পাঠানো হয়েছে। সব কিছু আইন অনুযায়ী করা হবে।- আরটিভি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2022
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া