adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রিয়াল মাদ্রিদের কোচের প্রশংসা করলেন অ্যাতলেতিকোর কোচ সিমেওন

স্পোর্টস ডেস্ক : অসম্ভব মনে হলেও সত্যি, নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেতিকো মাদ্রিদের কোচের কণ্ঠে রিয়াল মাদ্রিদের কোচের প্রশংসা। অথচ মাঠে ও মাঠের বাইরে বরাবররই আগ্রাসী অ্যাথলেতিকোর কোচ দিয়েগো সিমেওনে। প্রতিপক্ষের প্রশংসা খুব একটা শোনা যায় না তার মুখে। হেরে যাওয়ার পর তো আরও কম। তবে এর ব্যতিক্রম দেখা গেল এবার। মাদ্রিদ ডার্বিতে হারের পর প্রশংসা করলেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির, অভিনন্দন জানালেন নগর প্রতিদ্বন্দ্বীদের।

লা লিগায় হাইভোল্টেজ ম্যাচে গত রোববার ওয়ান্দা মেত্রোপলিতানোয় ২-১ গোলে হেরেছে আতলেতিকো। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এখন পর্যন্ত রিয়ালই একমাত্র দল যারা জয়রথে আছে। আতলেতিকোর বিপক্ষে রিয়াল পায়নি তাদের আক্রমণের সেরা তারকা করিম বেনজেমাকে। চোটের কারণে দলের আগের দুই ম্যাচও খেলতে পারেননি গতবারের লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলস্কোরার।

রিয়ালের বিপক্ষে ম্যাচের পর প্রতিপক্ষের খেলার ধরণ নিয়ে মুগ্ধতা ফুটে উঠল সিমেওনের কণ্ঠে। মুভিস্টার প্লাসের সঙ্গে আলাপচারিতায় বলেন, আনচেলত্তির দলের খেলা প্রশংসার দাবিদার। – মার্কা

(রিয়াল) মাদ্রিদ রক্ষণে খুব ভালো, তারা কম দৌড়ায়, খুব কম জায়গা দেয়, প্রতি-আক্রমণে বিপদে ফেলে। এই দলটি যেভাবে নিচ থেকে আক্রমণ শানায় এবং প্রতি-আক্রমণ করে, তা আমাকে (দিয়েগো) কস্তার সঙ্গে আমাদের (২০১৩-১৪ মৌসুমের) দলের কথা মনে করিয়ে দিচ্ছে। তারা (সমালোচকরা) বলেছিল যে, আমরা রক্ষণাত্মকভাবে খেলেছি। কিন্তু যখন শক্তি থাকে, তখন ফুটবল চমৎকার হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2022
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া