adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী – বাংলাদেশে শুধু আ.লীগের সময় নিরপেক্ষ নির্বাচন হয়

ডেস্ক রিপাের্ট : বাংলাদেশে শুধু আওয়ামী লীগ সরকারের সময় নিরপেক্ষ নির্বাচন হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনা বলেন, ‘সেনাশাসকরা বাংলাদেশ শাসন করেছে। তারা রাজনৈতিক দল গঠন করেছে। তারা কখনও মানুষের কাছে গিয়ে ভোট চায়নি। ক্ষমতায় থাকতে সেনাবাহিনী, প্রশাসন সবকিছুই ব্যবহার করেছে।’

‘আনুমানিক ২০ বার দেশে সামরিক অভ্যুত্থানের চেষ্টা করা হয়েছিল। প্রতিবারই রক্ত ঝরেছে। কোনো গণতন্ত্র ও গণতান্ত্রিক অধিকার ছিল না। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আমাকে সংগ্রাম করতে হয়েছে। শুধু আওয়ামী লীগের আমলেই আপনারা অবাধ, সুষ্ঠু নির্বাচন দেখতে পাবেন।’

গুমের অভিযোগ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘অনেক মানুষই অভিযোগ তুলতে পারে। তবে তা কতটা সত্যি, সেটা আপনাকে বিচার করতে হবে। এর আগে কোনো মন্তব্য করা উচিত না।’
ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে ব্যক্তিগত স্মৃতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৬১ সালে রানি যখন তৎকালীন পূর্ব পাকিস্তান সফর করেন, তখন আমার তাকে দেখার সুযোগ হয়েছিল। আমি খুব ছোট ছিলাম। আমরা বাবার অফিসে গিয়েছিলাম।’

‘কারণ আমরা জানতাম, তিনি ওই রাস্তা দিয়ে যাবেন। আমাদের পুরো পরিবার বাইনোকুলার নিয়ে জানালায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল যেন তাকে সবাই ভালোভাবে দেখতে পারি।’

তিনি আরও বলেন, ‘আমি প্রধানমন্ত্রী হওয়ার পর প্রতিটি সফরেই তার সঙ্গে দেখা হয়েছে। সাতটি কমনওয়েলথ সম্মেলনে আমি যোগ দিয়েছি। প্রতিবারই তার সঙ্গে দেখা করার ও কথা বলার সুযোগ হয়েছে। অলিম্পিক গেমসের সময় তিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই সফরে আমরা দীর্ঘ সময় আলোচনা করেছি।’

রানির স্মৃতিশক্তির প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, “তার চমৎকার স্মৃতিশক্তি ছিল। কমনওয়েলথ সম্মেলনে আমাকে দেখতে না পেলে খোঁজ নিতেন। জিজ্ঞেস করতেন, ‘হাসিনা কোথায়? আমি তো তাকে দেখছি না।’”

সাক্ষাৎকারে গুমের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক মানুষই অভিযোগ তুলতে পারে। তবে তা কতটা সত্যি, সেটা আপনাকে বিচার করতে হবে। এর আগে কোনো মন্তব্য করা উচিত না।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2022
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া