adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ছোট্ট বালকের পরামর্শ কাজে লাগিয়েই সেঞ্চুরির দেখা পান বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক : অবশেষে সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে রানে ফিরেছেন বিরাট কোহলি। বৃহস্পতিবার আফগানিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের সুপার ফোরে নিয়ম-রক্ষার ম্যাচে মাঠে নেমেছিল ভারত।

সেই ম্যাচ ঘিরে অনেকেরই কোনরকম কৌতূহল ছিল না। খুব বেশি মানুষ নজরও রাখেনি টিভি স্ক্রিনে। দল নির্বাচন থেকে শুরু করে টস এর ফলাফল কোন ব্যাপারে খুব একটা আগ্রহ ছিলো না কারোর।

এই ম্যাচে রোহিত শর্মা নিজেকে বসিয়ে দীনেশ কার্তিককে খেলার সুযোগ করে দেন। রোহিত শর্মার অবর্তমানে লোকেশ রাহুল এই ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক ছিলেন। রোহিতের অনুপস্থিতিতে কাল প্রথমে ব্যাট করতে নামা সময় রাহুলের সাথে ওপেন করতে নামেন বিরাট কোহলি।

প্রথমদিকে ধীরেসুস্থে খেললেও ক্রমশ যত শতরানের কাছে এগোচ্ছিলেন, ততো কোহলির ব্যাট দাপট বাড়িয়ে চলেছিল। শেষ পর্যন্ত নিজের ইনিংসের ৫৩ তম বলে ফরিদের বল সপাটে সরল করে উইকেট দিয়ে গ্যালারিতে পাঠিয়ে নিজের ৭১ তম শতরান পূরণ করেছিলেন।

কোহলি যেমন দীর্ঘদিন অপেক্ষা করেছেন নিজের ৮১তম শতরানের জন্য ঠিক তেমনই এক সময়ে মাস্টার ব্লাস্টার শচিন টেন্ডুলকারের ব্যাটের দেখা যাচ্ছিল সেঞ্চুরি খরা। ২০০৭ সালে বেশ কয়েকবার নব্বইয়ের ঘরে পৌঁছে আউট হয়েছিলেন শচিন স্বয়ং।

শচিন পুত্র অর্জুন টেন্ডুলকার তখন নেহাতই শিশু। তিনি নিজের বাবাকে পরামর্শ দিয়েছিলেন যে নব্বইয়ে পৌঁছানোর পরে বেশি চিন্তা না করে অতি সহজেই বড় শট খেলে শতরান করে আসতে।
যদিও শচিন সে যাত্রায় অর্জুনের কথায় কোনওরকম গুরুত্ব দেননি এবং নিজস্ব স্বকীয়তা বজায় রেখে খেলেই আরও বেশকিছু শতরান করেছিলেন। তবে গতকাল বিরাট কোহলি যেন অর্জুন টেন্ডুলকার এর সচিনকে দেওয়া এই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করলেন।
৫১ বলে ৯০ রানে পৌঁছেছিলেন তিনি। তারপর আর বেশি সময় না নিয়ে ফরিদের ওভারের প্রথম এবং দ্বিতীয় বলেই চার এবং ছক্কা হাঁকিয়ে নিজের শতরান পূর্ণ করতে বেশি সময় নেননি বিরাট।
ম্যাচে শেষে কোহলি নিজে জানিয়েছেন যে তিনি ছয় মারার খুব একটা দক্ষ নন। তিনি বরাবর ফিল্ডিং এর গ্যাপের মধ্যে বল ঠেলে রান করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। কিন্তু কাল বিরাট এটাও স্পষ্ট করে দিয়েছেন যে যদি দলের প্রয়োজন থাকে তাহলে এবার থেকে যেকোন সময়ে রানের গতি বাড়ানোর উদ্দেশ্যে এইরকম ব্যাটিংয়ে করবেন তিনি। – বঙ্গখবর ডটকম

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2022
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া