adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর ভারত সফরে থাকছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনও

ডেস্ক রিপাের্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে সফরসঙ্গী হিসেবে থাকছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কথা বলবেন মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সম্প্রতি চট্টগ্রামে এক অনুষ্ঠানে আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় থাকার ব্যাপারে ভারতকে জড়িয়ে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ব্যাপক সমালোচনার মুখে পড়েন। দলের জ্যৈষ্ঠ নেতারাও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন। এমনকি তাকে মন্ত্রীত্ব থেকে সরিয়ে দেওয়ার ব্যাপারেও কথা উঠে।

এদিকে, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের আগে প্রতিবেশী বন্ধুদেশে শীর্ষ পর্যায়ের সফরটি দ্বিপক্ষীয় সার্বিক সহযোগিতার পাশাপাশি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছে দুই দেশ। এমন গুরুত্বপূর্ণ সফরের আগে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দু’দেশের মধ্যে অস্বস্তিকর পরিস্থিতি হিসেবে দেখছেন সরকারের নীতি-নির্ধারকরা।

এমন অবস্থায় প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে পররাষ্ট্রমন্ত্রীকে সফরসঙ্গী করার বিষয়ে দোটানায় পড়ে সরকার। ফলে প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে পররাষ্ট্রমন্ত্রীর যাওয়া না যাওয়া নিয়ে ধোয়াশা তৈরি হয়। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মোমেন প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে আগামীকাল সোমবার ভারত যাচ্ছেন বলে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারদিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল সোমবার ভারত যাবেন। এবারের ভারত সফরে প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী, বেশ কয়েকজন মন্ত্রী ও সচিবসহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। সফরসঙ্গী হবে ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দলও।

সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানাবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এ সময় তাকে আনুষ্ঠানিক গার্ড অব অনার দেওয়া হবে। সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন শেখ হাসিনা। এ ছাড়া ভারত সফরে প্রধানমন্ত্রী দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।

এ সফরে বিশিষ্টজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ছাড়াও প্রধানমন্ত্রী ইন্ডিয়ান চেম্বার অব কমার্স আয়োজিত অনুষ্ঠানে ভারতীয় ব্যবসায়ীদের উদ্দেশে বক্তব্য দেবেন। এরপর আজমির শরিফে খাজা মঈনুদ্দিন চিশতির মাজার জিয়ারত করবেন তিনি। ৮ সেপ্টেম্বর ভারতের জয়পুর শহর থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।- কালবেলা

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2022
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া