adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ব্যাটিংয়ে আমাদের দুর্বলতা ছিলো, আরো রান আসতে পারতো : সাকিব

স্পোর্টস ডেস্ক: স্পিনার নিয়ন্ত্রিত শারজার উইকেট। আগে ব্যাট করা বাংলাদেশের টপ অর্ডার তাতে কাবু, রান তুলতে গিয়ে হয়েছে ব্যর্থ। তবে মোসাদ্দেক হোসেন সৈকতের চল্লিশোর্ধ্ব ইনিংস লড়াইয়ের পুঁজি এনে দিয়েছিল। মিরপুরের মতো উইকেট বলেই এই অল্প পুঁজিকেও জয়ের জন্য যথেষ্ঠই মনে হচ্ছিল। ঠিক তখনই তালগোল পাকালেন পেসাররা, হারতে হলো ম্যাচ। রাঙা হলো না সাকিবের শততম টি-টোয়েন্টি ম্যাচ। ক্রিকইনফো
এশিয়া কাপে আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হেরে শুরু হলো গত দুই আসরের রানার্সআপ বাংলাদেশ দলের মিশন। ম্যাচ শেষে সেই চিরায়ত বাক্যই শোনা গেলো বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের কণ্ঠে। তার মতে, ব্যাটিংয়ে ১০-১৫ রান কম করায়ই বদলে গেছে ম্যাচের ফল।
পাওয়ার প্লেতে মাত্র ২৮ রান তুলতেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। পরে সপ্তম ওভারের প্রথম বলেই সাজঘরের পথ ধরেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। দলীয় ত্রিশের আগেই ৪ উইকেট হারিয়ে গভীর খাঁদে পড়ে যায় টাইগাররা। সেখান থেকে ৩১ বলে ৪৮ রানের ঝকঝকে ব্যাটিংয়ে বাংলাদেশকে ১২৭ রানের পুঁজি এনে দেন মোসাদ্দেক। পরে বোলিং করতে নেমে ১৪ ওভারে মাত্র ৬৫ রান দিয়ে ৩ উইকেট তুলে নেয় সাকিব আল হাসানের দল।
শেষ ছয় ওভারে নাজিবউল্লাহ জাদরান ও ইব্রাহিম জাদরানের ব্যাটে ভর করে সহজেই ম্যাচ জিতে সুপার ফোরের টিকিট বাগিয়ে নেয় আফগানিস্তান। অবিচ্ছিন্ন জুটিতে মাত্র ৫.৩ ওভারে ৬৯ রান যোগ করেছেন নাজিবউল্লাহ ও ইব্রাহিম। টর্নেডো ইনিংসে ১৭ বলে ৪৩ রান করেছেন নাজিবউল্লাহ।
অল্প পুঁজি নিয়েও ম্যাচ জেতার আশা বাঁচিয়ে রাখায় অধিনায়কের প্রশংসা পেয়েছেন বোলাররা। ম্যাচ শেষে পুরস্কার বিতরণে সাকিব বলেছেন, প্রথম ৭-৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ফেললে সবসময়ই কাজটা কঠিন। তবে আমি মনে করি আমরা ১০-১৫ রান কম করেছি। আমার মতে, বোলাররা অসাধারণ বোলিং করেছে।
তবে আফগানদের প্রাপ্য কৃতিত্ব দিতেও ভোলেননি সাকিব। তার ভাষ্য, প্রথম ১৫ ওভারে আমরা ভালোভাবেই ম্যাচে ছিলাম। শেষ ৫-৬ ওভারে তারা ম্যাচটা আমাদের থেকে ছিনিয়ে নিয়েছে। কৃতিত্ব অবশ্যই আফগানিস্তানের, তারা খুব ভালো খেলেছে।’
ছয় ছক্কার মারে ৪৩ রানের সাইক্লোন তোলা নাজিবউল্লাহর ব্যাপারে সাকিব বলেছেন, আমরা জানি নাজিবউল্লাহ একজন ভয়ঙ্কর খেলোয়াড়। শেষ ৬ ওভারে তাদের ৬৩ রান দরকার ছিল। এমন উইকেটে আমরা ভেবেছিলাম ম্যাচটি আমাদের হাতে আছে। কিন্তু কৃতিত্ব তাদেরই, যেভাবে ব্যাটিং করেছে। সম্পাদনা : এল আর বাদল

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া