adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কে যাবে সুপার ফোরে? বাংলাদেশ না শ্রীলঙ্কা, ফয়সালা বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপে দুই দলই আফগানিস্তানের কাছে হেরে গেছে। ফলে সুপার ফোর নিশ্চিত হয় আফগানদের। এবার দ্বিতীয় দল হিসাবে কে যাবে সুপার ফোরে? বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা। এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে এশিয়া জুড়ে। কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে দুই দলই তাদের সেরাটা দিয়ে লড়বে। সাকিব বলেছেন, আফগানিস্তানের বিরুদ্ধে ভুল যা হয়েছে, তা শুধরে শ্রীলঙ্কার বিরুদ্ধে লড়বো। আমি আশাকরি লঙ্কানদের হারিয়ে সুপার ফোরে যাবো।
এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টে বাঁচা-মরার এই লড়াইয়ে বৃহস্পতিবার শ্রীলংকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এ ম্যাচ জিতলেই সুপার ফোরে খেলার সুযোগ পাবে টাইগাররা। আর হেরে গেলে গ্রুপ পর্ব থেকেই এবারের এশিয়া কাপ শেষ করতে হবে গত দুইবারের ফাইনালিস্ট বাংলাদেশকে। বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে। ২০১৮ সালে এই ভেন্যুতেই এশিয়া কাপের মঞ্চে শ্রীলংকাকে নাস্তানাবুদ করেছিলো টাইগাররা। লংকানদের ১৩৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিলো বাংলাদেশ। তবে সেটি ছিলো ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্ট। তারপরও ২০১৮ সালের ওই জয়টি বাংলাদেশকে বাড়তি অনুপ্রেরণা দিবে।
তবে দুবাইয়ের এই ভেন্যুতে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। গত টি-টোয়েন্টি বিশ^কাপে সুপার টুয়েলভের ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ। ম্যাচটি ৮ উইকেটে হারে টাইগাররা।
প্রথম ব্যাট করে মাত্র ৭৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। দলের মাত্র তিন ব্যাটার দুই অংকের কোটা স্পর্শ করতে পারেন। বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ৭৪ রানের টার্গেট স্পর্শ করতে মাত্র ৩৮ বল লাগে অস্ট্রেলিয়ার। তবে ওই লজ্জাজনক হারের স্মৃতিকে ভুলে মঙ্গলবার জ¦লে ওঠার প্রত্যাশা সাকিবদের কণ্ঠে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া