adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতিসংঘে অভিযোগ জানাল দামেস্ক – মার্কিন সেনা উপস্থিতিতে সিরিয়ার ক্ষতি ১০৭ বিলিয়ন ডলার

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার ওপর আমেরিকার বহু বছরের দখলদারিত্বের কারণে যুদ্ধবিধ্বস্ত দেশটির তেল ও গ্যাসখাতে ১০৭ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জাতিসংঘ মহাসচিব ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে লেখা আলাদা আলাদা চিঠিতে এ অভযোগ জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সিরিয়ায় মার্কিন সেনা উপস্থিতির প্রত্যক্ষ ও পরোক্ষ ফল হিসেবে গত জুন মাস পর্যন্ত স্বাগতিক দেশের ১০৭ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। চিঠিতে বলা হয়েছে, মার্কিন সেনারা যেমন তাদের নিয়ন্ত্রিত এলাকাগুলো থেকে জ্বালানী চুরি করছে তেমনি তাদের ছত্রছায়ায় সিরিয়ায় তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলিও তেল-গ্যাস চুরি করে বিদেশে পাচার করছে।

মার্কিন সরকার ও তার সহযোগীরা সিরিয়ায় তৎপর আইএস জঙ্গিদের নির্মূল করার অজুহাতে ২০১৪ সালে ইরাকে সেনা মোতায়েন করে। অথচ এই কাজে জাতিসংঘের অনুমোদন বা দামস্কের অনুমতি নেয়া হয়নি। দামেস্ক প্রায়ই সিরিয়ায় মার্কিন সেনা উপস্থিতির নিন্দা জানিয়ে এসব সেনা প্রত্যাহার করার আহ্বান জানায়। – পার্সটুডে

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া