adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইংলিশ লিগে লিভারপুলের রেকর্ড ৯-০ গোলে জয়

স্পোর্টস ডেস্ক: ইংরিশ লিগের গত তিন রাউন্ডের খেলায় একটি ম্যাচেও জয় পায়নি লিভারপুল। যে কারণে দলের তারকা ফুটবলাররা ক্ষুধার্ত হয়ে উঠেছিল, তারই যেন প্রমাণ দিলো লিভারপুল। ম্যাচ শুরু হতেই গোল উৎসবে মেতে উঠল তারা। চললো শেষ পর্যন্ত। এক মুহূর্তের জন্যও স্বস্বির নিঃশ্বাস ফেলতে পারল না বোর্নমাউথ।

শনিবার অন্যরকম এক বিকেলের সাক্ষী হলো অ্যানফিল্ড। সমর্থকদের উল্লাসে ভাসিয়ে একের পর এক গোল করতে থাকলেন রবের্তো ফিরমিনো-লুইস দিয়াসরা। ৮৫ মিনিটের মধ্যে প্রিমিয়ার লিগের সবচেয়ে বড় জয়ের রেকর্ড ছোঁয়ার পথ করে ফেললো তারা। গ্যালারি থেকে তখন ভেসে আসছিল ‘উই ওয়ান্ট ১০’ চিৎকার। শেষ পর্যন্ত তা অবশ্য হয়নি। ৯-০ গোলের জয়ে রেকর্ড ছুঁঁয়ে মাঠ ছাড়লো লিভারপুল। 

বিশাল এই ব্যবধানে জয়ের কীর্তি এ পর্যন্ত মোট দুবার করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমবার তারা রেকর্ডটি গড়েছিল ১৯৯৫ সালে ইপসউইচের বিপক্ষে। পরে ২০১৯ সালে সাউথ্যাম্পটনের বিপক্ষে ওই রেকর্ড ছুঁয়েছিল লেষ্টার সিটি। আর গত বছর ফেব্রুয়ারিতে আবার সাউথ্যাম্পটনের জালেই ৯-০ গোলের জয়ের উল্লাসে মাতে ম্যানচেস্টার ইউনাইটেড।

লিভারপুলের হয়ে দুটি করে গোল করেন ফিরমিনো ও দিয়াস। অন্য গোলদাতারা হলেন হার্ভি এলিয়ট, ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড, ভার্জিল ফন ডাইক ও ফাবিও কারবাইয়ো।অন্যটি প্রতিপক্ষের আত্মঘাতী।
টানা দুই ড্রয়ের পর ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে হার-কক্ষপথে ফিরতে এদিন যেমন শুরুর দরকার ছিল, ঠিক সেটাই পেয়ে যায় লিভারপুল। ঘড়ির কাটা ছয় মিনিট ছোঁয়ার আগেই প্রতিপক্ষের জালে দুবার বল পাঠায় তারা। সম্পাদনা : এল আর বাদল

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া