adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দেশে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭৫, মৃত্যু নেই

নিজস্ব প্রতিবেদক : দেশে গত একদিনে আরও ১৭৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এই সময়ে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৫৪০টি নমুনা পরীক্ষা করা হয়। ১৭৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৮৫ শতাংশ। আগের দিন এই হার ৩ দশমিক ১৫ শতাংশ ছিল।

এ নিয়ে মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১০ হাজার ৩২৩ জনে। মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩১৬ জনের।

গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩২৯ জন রোগী। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৪ হাজার ৩৫০ জন।

বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া