adv
৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

আলজেরিয়ায় ভয়াবহ দাবানল, নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক : আলজেরিয়ার উত্তরাঞ্চলে ভয়াবহ দাবানলে ২৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে এল তার্ফ এ ২৪ ও সেতিফে ২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এছাড়া আরও বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। খবর দ্য গার্ডিয়ানের।

বুধবার (১৭ আগস্ট) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কামেল বেলদৌদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তিউনিসিয়া সীমান্ত সংলগ্ন প্রদেশ এল তার্ফে সবচেয়ে ভয়াবহ আকারে ছড়িয়েছে দাবানল। সেখানেই, আগুনে পুড়ে ২৪ জন প্রাণ হারিয়েছেন। অন্যদিকে, সেতিফ শহরে একটি বাড়িতে আগুন লাগলে, মৃত্যু হয় দুই মা-মেয়ের। এ পর্যন্ত অঞ্চলটি থেকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে সাড়ে ৩শ’ বাসিন্দাকে।

তিনি আরও জানান, হেলিকপ্টারের সহযোগিতায় পানি ও রাসায়নিক ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার ব্রিগেড। তাদের বক্তব্য অনুসারে, এখনো অঞ্চলটিতে সক্রিয় ১৬টি ছোটবড় দাবানল। জ্বলছে মাইলের পর মাইল এলাকা।

প্রসঙ্গত, ২০২১ সালেও আলজেরিয়ায় দাবানলে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৯০ জন। পুড়েছে দুই লাখ ৪৭ হাজার একরের বেশি অঞ্চল।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া