adv
১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ইংলিশ ক্রিকেটার বেন স্টোকসের ইচ্ছা ছিলো নিউজিল্যান্ডের হয়ে খেলার

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের সাবেক তারকা ব্যাটার রস টেলরের আত্মজীবনী এরই মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। রাজস্থান রয়্যালস ফ্রেঞ্চাইজির একজন মালিক তাকে চড় মারার বিষয়টি সেখানে ছিল। এবার বেন স্টোকস সম্পর্কে জানা গেল নতুন এক তথ্য। ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো অলরাউন্ডার বেন স্টোকস খেলতে চেয়েছিলেন নিউজিল্যান্ডের হয়ে।

২০১০ সালের ঘটনা। ডারহামের হয়ে কাউন্টি খেলতে গিয়ে রস টেলর জানতে পারেন বেন স্টোকসের জন্ম নিউজিল্যান্ডে। এই বিষয়ে টেলর তার আত্মজীবনীতে লিখেছেন, তখন তার (স্টোকস) বয়স ১৮ কি ১৯ হবে এবং অবশ্যই সে একজন কিউই ছিল। কথার ফাঁকে আমি তাকে জিজ্ঞেস করলাম, তার নিউজিল্যান্ডের হয়ে খেলার ইচ্ছা আছে কি না। জি নিউজ

তখন সে বেশ আগ্রহ দেখিয়েছিল। তাই আমি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জাস্টিন ভনকে জানাই যে, এই ছেলেটা দারুণ প্রতিভাবান তরুণ ক্রিকেটার এবং নিউজিল্যান্ডের হয়ে খেলার ইচ্ছা রয়েছে তার। তখন ভন আমাকে বলেন, সে চাইলে ঘরোয়া ক্রিকেটে খেলতে পারে। পরে দেখা যাবে কী হয়।

টেলর আরও লিখেছেন, আেমি তাকে (ভন) বললাম, ওকে (স্টোকস) পাওয়ার জন্য আরও ভালো প্রস্তাব দিতে হবে। আবার যদি সিঁড়ির নিচের ধাপ থেকে শুরু করতে হয় তাহলে সে রাজি হবে না। শেষ পর্যন্ত তা সত্যিই হয়নি। নিউজিল্যান্ড বোর্ড যদি আরেকটু নমনীয় হতো এবং তাকে নিশ্চয়তা দিতো-তাহলে সে নিউজিল্যান্ডের জার্সি গায়ে নামতে পারত। – কালেরকণ্ঠ
কিউইদের জার্সিতে খেলা হয়নি স্টোকসের। বরং এই নিউজিল্যান্ডকে কাঁদিয়েই ইংল্যান্ডকে বিশ্বকাপ জিতিয়েছিলেন এই অলরাউন্ডার।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া