adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্রযোজক জেনিফারের বিরুদ্ধে এবার মুখ খুললেন মাহি

বিনোদন ডেস্ক : আগামী ১৯ আগস্ট মুক্তি পাচ্ছে সরকারি অনুদানের সিনেমা ‘আশীর্বাদ’। এই উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় মগবাজারের একটি রেস্টুরেন্টে ‘মিট দ্য প্রেস’-এর আয়োজন করে নির্মাতা কর্তৃপক্ষ। সেই অনুষ্ঠানে এবং বিভিন্ন সময়ে সিনেমার নায়ক-নায়িকা জিয়াউল রোশান এবং মাহিয়া মাহিকে নিয়ে নানা অভিযোগ করেন প্রযোজক তাহেরা জেনিফার ফেরদৌস।

ইতোমধ্যে সে সব অভিযোগের পাল্টা দিয়েছেন সময়ের ব্যস্ত নায়ক রোশান। এবার মুখ খুললেন মাহিয়া মাহি। এই নায়িকার বিরুদ্ধে প্রযোজক জেনিফারের অভিযোগ ছিল, মাহি নাকি নারকেল তেল এনে না দেওয়ায় শুটিং করতে চাননি এবং এ ঘটনায় একজন প্রোডাকশন বয়কে নাকি তিনি শুটিং সেট থেকে বের করে দিতে বাধ্য করেছিলেন।

ওই অভিযোগের কথা উল্লেখ করে গণমাধ্যমের কাছে মাহির দাবি, ‘বিষয়টি পুরোটাই মিথ্যা।’ সেদিনের ঘটনা জানিয়ে নায়িকা বলেন, ‘সেদিন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুটিং করছিলাম। শুটিংয়ের কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল। এর কিছুক্ষণ পরেই আমাদের শট ছিল মাঠে। বৃষ্টির কারণে মাঠ অনেকটাই ভেজা ছিল।’

মাহি জানান, ‘সেই অবস্থায় শুটিং করতে গিয়ে আমার এলার্জির কারণে শরীরে চুলকানি শুরু হয়। আমি তখন তাড়াতাড়ি গাড়িতে গিয়ে ড্রেস চেঞ্জ করি। আমাদের প্রোডাকশনে মেয়ে বলতে আমরা দুজনই ছিলাম। কাউকে তেমন ভাবে কিছু বলতেও পারছিলাম না। এমন অবস্থায় আমার সহকারী বলল নারিকেল তেল দিতে। কিন্তু আশাপাশে তেমন কোনো দোকান ছিল না। বেশ বেকায়দায় পড়ে যাই। তখন বেশ কয়েকবার আমার সহকারী সেই প্রোডাকশন বয়কে একটু তেলের ব্যবস্থা করে দিতে বললে সে রেগে যায়। বলে, ম্যাডামের জন্য আগে গরুর মাংসের ব্যবস্থা করি, তারপর অন্য সব।’

মাহি বলেন, ‘একটা মানুষ মারা যাচ্ছে আর অন্যজন গরুর মাংস খাবে, সেটা কী করে হয়? মানবতা বলতেও তো একটা কথা থাকে।’ অভিনেত্রীর অভিযোগ, ‘শুধু আমি নই, আমাদের অনেক আর্টিস্টদের কোনো সম্মান করা হয়নি শুটিং সেটে।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া