adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার আশ্বাসসহ চীনের সাথে ৪টি সমঝোতা স্মারক স্বাক্ষর করলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার আশ্বাসসহ চীনের সাথে ৪টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ। ২ দিনের সফরে আসা চীনের পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এ সকল সিদ্ধান্ত গৃহীত হয়।

আজ রোববার (৭ আগস্ট) সকাল সাতটায় শুরু হওয়া বৈঠক শেষে গণমাধ্যমে বিষয়গুলো নিশ্চিত করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুর্যোগ মোকাবেলায় সহায়তা, সাংস্কৃতিক সহযোগিতা সমঝোতা স্মারকের নবায়ন ও নতুন করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশেনোগ্রাফির মধ্যে মেরিন সায়েন্স নিয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এছাড়া পিরোজপুরে অষ্টম বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ সেতুর হস্তান্তর সনদ সই হয়েছে।

শাহরিয়ার আলম জানান, দুই পক্ষের মধ্যে প্রায় ঘণ্টাখানেক আলোচনা হয়েছে। বৈঠকে কোভিড মোকাবেলায় বাংলাদেশের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এছাড়া আগামী ২-১ দিনের মধ্যে বাংলাদেশের শিক্ষার্থীরা চীন যাবার জন্য ভিসার আবেদন করতে পারবেন। চীনের বাজারে ৯৮ শতাংশ শুল্কমুক্ত থাকা বাংলাদেশের পণ্য আরও অতিরিক্ত ১ ভাগ শুল্কমুক্ত ঘোষণা করেছে চীন, যা কার্যকর হবে ১ সেপ্টেম্বর থেকে।

প্রসঙ্গত, শনিবার দুই দিনের সফরে ঢাকায় আসেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। বিকাল ৫টার কিছুক্ষণ পরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। এরপর ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যান চীনের পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সাথে বৈঠকের পর প্রধানমন্ত্রীর সাথে দেখা করার কথা চীনা পররাষ্ট্রমন্ত্রীর। এরপর দুপুর নাগাদ ঢাকা ছাড়বেন ওয়াং ই।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া