adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রোববার সিরিজে সমতা আনার লড়াইয়ে নামছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : তিন’শ তিন রানের বড় স্কোরেও শান্তি মিললো না টাইগার শিবিরে। জয়ের আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা তামিম সেনাদের নাজেহাল করে ১০ বল বাকি থাকতে ৫ উইকেটে হারিয়ে সিরিজে ১-০তে এগিয়ে যায় স্বাগতিক জিম্বাবুয়ে। টানা ৯ বছর যে দলের বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ জিতে আসছিলো, হঠাৎ তাগের ছন্দপতনে জিম্বাবুয়েও অবাক। এবার শ্যাম রাখি না কুল অবস্থার মধ্যে থেকে দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর পালা বাংলাদেশ দলের। জিততে পারলে সিরিজ রক্ষা, এরপর তৃতীয় ও শেষ ম্যাচ জিতলে টাইগারদের ইজ্জত রক্ষা হবে। অপর দিকে জিম্বাবুয়ে চাইছে এক ম্যাচ আগেই সিরিজ জয় নিশ্চিত করতে। রোববার বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫ মিনিটে হারারে স্টেডিয়ামে খেলা শুরু হবে। টি-স্পোর্টস খেলা সরাসরি সম্প্রচার করবে।

প্রথম ম্যাচে পাঁচ উইকেটে হারের লজ্জা পায় বাংলাদেশ। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে টানা ১৯ ম্যাচ জয়ের ধারা শেষ হয় বাংলাদেশের। ২০১৩ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশকে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে জিম্বাবুয়ে।

সব ব্যর্থতা ভুলে এবার দ্বিতীয় ম্যাচে ক্যাচ না ফেলার উপর জোর দিয়েছেন তামিম ইকবাল। সিরিজে সমতা আনাই এখন প্রধান লক্ষ্য তাদের। যেহেতু সিরিজটি তিন ম্যাচের তাই দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে টাইগারদের সামনে। ওয়ানডের আগে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি- টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে জিম্বাবুয়ে। এর মাধ্যমে শুধুমাত্র বাংলাদেশের বিপক্ষে প্রথম দ্বিপাক্ষীক টি-টোয়েন্টি জয়ই নয় প্রথম কোন টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ নিলো জিম্বাবুয়ে। টি-টোয়েন্টিতে জয়ে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে আত্মবিশ^াস দিয়েছে জিম্বাবুয়েকে।

জিম্বাবুয়ের ভারপ্রাপ্ত অধিনায়ক রেগিস চাকাবভা বলেন, অবশ্যই এমন জয় পাওয়াটা সত্যি অনেক আনন্দের। আমি মনে করি এজন্য রাজা এবং কাইয়াকে পুরো কৃতিত্ব দিতে হবে। শুরুর দিকে কয়েকটি উইকেট হারানোর পর তারা যেভাবে লড়েছে এটি সত্যিই গুরুত্বপূর্ণ ছিল। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া