adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শেখ কামাল ক্রীড়া পুরস্কার পাচ্ছেন লিটন, শরীফুলরা

নিজস্ব প্রতিবেদক : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে ২০২২ সালে ৭টি ক্যাটাগরিতে মোট ৯জন ক্রীড়া ব্যক্তিত্ব ও ২টি প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকীতে আগামীকাল (৫ আগস্ট) ওসমানী স্মৃতি মিলনায়তনে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চলতি বছর এই ক্রীড়া পুরস্কার পাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার লিটন দাস ও শরীফুল ইসলাম। এই দুই ক্রিকেটার ছাড়াও খেলোয়াড় হিসেবে চলতি বছর শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে পুরস্কার পাবেন শ্যুটার আব্দুল্লাহেল বাকী, ভারোত্তোলক মোল্লা সাবিরা সুলতানা, আর্চার দিয়া সিদ্দিকী।

এদের মধ্যে ক্রিকেটার শরীফুল এবং আর্চার দিয়া সিদ্দিকী উদীয়মান খেলোয়াড় হিসেবে এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

এই পাঁচ খেলোয়াড় ছাড়াও ক্রীড়া সংগঠক হিসেবে হারুনুর রশীদ পাচ্ছেন আজীবন সম্মাননা। এছাড়াও মো. সাইদুর রহমান প্যাটেল, নাজমা শামীম পুরস্কার পাচ্ছেন। ক্রীড়া সাংবাদিক হিসেবে পুরস্কার পাবেন কাশীনাথ বসাক।

ব্যক্তি ছাড়া প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবার পুরস্কার পাচ্ছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া