adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পুতুল সরকারগুলোকে ক্ষমতায় বসানোর মার্কিন নীতি কাজ করছে না

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, আমেরিকা বিশ্বের বিভিন্ন দেশে পুতুল সরকারকে ক্ষমতায় বসানোর চেষ্টা করছ কিন্তু এসব সরকার তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। তিনি রোববার তেহরানে তার বাহিনীর রাজনৈতিক উইংয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে আরো বলেছেন, আমেরিকার রাজনৈতিক প্রভাবাধীন অঞ্চলের আয়তন কমে যাচ্ছে এবং ব্যর্থতার সাক্ষী হচ্ছে।

আফগানিস্তান, সিরিয়া ও মিশরে মার্কিন ব্যর্থতার পাশাপাশি ইসরাইলের সঙ্গে আঁতাতের মাধ্যমে করা আমেরিকার আরো কিছু ব্যর্থ পরিকল্পনার কথা তুলে ধরে জেনারেল সালামি বলেন, এই ঘটনাগুলি একটি বড় ঘটনার সূত্রপাত করে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের [সম্পূর্ণ] পরাজয়ের লক্ষণ।”

তিনি বলেন, শত্রুরা এখন পরস্পরকে সাহায্য করতে অপারগ হয়ে পড়েছে কারণ তাদের মধ্যে ঐক্য ও সংহতির বন্ধন আগের মতো অটুট নেই।

আইআরজিসি’র প্রধান কমান্ডার বলেন, সৌদি আরব ও আমেরিকা এখন আর একে অপরকে সহযোগিতা করতে পারছে না।যে সৌদি আরব এক সময় তার পেট্রোডলার দিয়ে আমরিকাকে সাহায্য করত এখন সেই সৌদি আরব নিজের অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে হিমশিম খাচ্ছে।মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরের প্রতি ইঙ্গিত করে জেনারেল সালামি বলেন, এই সফর ওয়াশিংটনের জন্য কোনো সাফল্য বয়ে আনতে পারেনি।-পার্সটুড

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া