adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ছোট্ট ফিরোজাকে নিয়ে যে ভবিষ্যদ্বাণী করেছিলেন কবি নজরুল

বিনোদন ডেস্ক : ১১-১২ বছরের মেয়ে। কলকাতার এইচএমভি স্টুডিওতে ভাই এবং মামার সঙ্গে গেছেন গানের অডিশন দিতে। রিহার্সাল রুমে ঢুকে সে দেখে ঘিয়ে রঙের পাজামা-পাঞ্জাবি, মাথায় টুপি, চোখে সোনালি ফ্রেমের চশমা পরা এক ব্যক্তি বসে আছেন। সেই ব্যক্তি মন দিয়ে মেয়েটির গান শুনলেন। সেদিন বালিকার নিবেদনে ছিল, ‘যদি পরাণে না জাগে আকুল পিয়াসা’, দ্বিজেন্দ্রলাল রায়ের ‘কালো পাখিটা মোরে কেন করে জ্বালাতন’।

রিহার্সাল রুমের সেই ব্যক্তি মেয়েটির গান সেদিন শুনে তারিফ করে বলেছিলেন, ‘তোমরা দেখো, এই মেয়ে একদিন খুব ভালো শিল্পী হবে’। সেদিনের সেই ছোট্ট মেয়েটি ছিলেন উপমহাদেশের কিংবদন্তি নজরুলসংগীত শিল্পী ফিরোজা বেগম। মেয়েটির মামা পরে তাকে জানিয়েছিলেন, রিহার্সাল রুমে বসে যে ব্যক্তি তার গান মনোযোগ সহকারে শুনেছিলেন এবং তারিফ করেছিলেন, তিনি আর কেউ নন, স্বয়ং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম!

আজ (বৃহস্পতিবার) সেই প্রয়াত কিংবদন্তি নজরুল সংগীতশিল্পী ফিরোজা বেগমের জন্মদিন। ১৯৩০ সালের ২৮ জুলাই জন্ম ফিরোজার। বাঙালির সংগীত, সংস্কৃতির অন্যতম বিশিষ্ট মুখ তিনি। সব ধরনের গান গাইলেও মূলত নজরুলগীতির শিল্পী হিসেবেই গণমনে তিনি সর্বাধিক পরিচিত ছিলেন। সমগ্র ভারতীয় উপমহাদেশেই তিনি নজরুলসংগীতের জন্য বিখ্যাত হয়ে আছেন।

নজরুলগানের কিংবদন্তি এই শিল্পীর গত বছরের জন্মদিনে তার উপর এক অসাধারণ ডিজিটাল আর্কাইভেরও সূচনা হয়। বিশেষ দিনেই আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ‘ফিরোজা বেগম আর্কাইভ’ (www.ferozabegum.com)। এই বিশিষ্ট ও ব্যাপক আয়োজনের নেপথ্যে ছিলেন শিল্পীরই ভাইঝি তথা বিশিষ্ট সংগীতশিল্পী সুস্মিতা আনিস এবং তার পরিবার।

কী কী রয়েছে সেই ডিজিটাল আর্কাইভে? রয়েছে শিল্পীর জীবনী, তাঁর প্রাপ্ত পুরস্কারের তালিকা, তাঁর সমগ্র গানভাণ্ডার- নজরুলগান, রবীন্দ্রসংগীত, আধুনিক বাংলা গান, কাব্যগীতি, গীত ও গজল। শ্রোতারা এখানে শুনতে পাবেন তাঁর সব গান। রয়েছে গানের যাবতীয় তথ্যও। রিলিজের সাল, সুরকার-গীতিকারের নাম, প্রকাশক কোম্পানির নাম। রয়েছে বিভিন্ন অনুষ্ঠানের দুর্লভ সংগ্রহ। টেলিভিশন থেকে রেডিও, মঞ্চের অনুষ্ঠান থেকে সাক্ষাৎকার- সবই মিলবে এক ক্লিকে। থাকছে বিভিন্ন বাংলা-ইংরেজি পত্র-পত্রিকায় প্রকাশিত তাঁর সাক্ষাৎকার, অনুষ্ঠান সমালোচনা, প্রতিবেদন।

আর্কাইভে রয়েছে ফিরোজা বেগমের ফটোগ্যালারিও। রয়েছে এমন ছবিও, যাতে ধরা রয়েছে তাঁর পারিবারিক জীবন, সংগীতজীবন। আছে বিভিন্ন দিকপালদের সঙ্গে শিল্পীর ছবি, বিভিন্ন প্রজন্মের শিল্পীর তাঁকে ঘিরে স্মৃতিকথা। পাশাপাশি রয়েছে শিল্পীর হাতে লেখা নোটবুকের কপি, চিঠিপত্র। আছে তাঁর স্বামী প্রখ্যাত সুরকার কমল দাশগুপ্তের জীবনী, তাঁর গানের খাতার প্রতিলিপি, পত্র-পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন, গান এবং ছবি।

আজ (বৃহস্পতিবার) কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগমের স্বামী তথা প্রখ্যাত সংগীত ব্যক্তিত্ব কমল দাশগুপ্তেরও জন্মদিন। কমল দাশগুপ্তের জন্ম ১৯১২ সালের ২৮ জুলাই। ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রথিতযশা সংগীতশিল্পী, প্রসিদ্ধ সুরকার ও সংগীত পরিচালক ছিলেন তিনি। নজরুল ইসলামের বহু গানেও তিনি সুরারোপ করেছেন। ঢাকাটাইমস

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া