adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দুই শব্দে বিরাট কোহলিকে ব্যাখ্যা করলেন পাকিস্তানের শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক : আধুনিক ক্রিকেটের ‘ব্যাটিং মায়েস্ত্রোদের তালিকা বানাতে হলে কোহলির নাম রাখতেই হবে। শচীন টেন্ডুলকারের পর ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় ব্যাটিং নক্ষত্র তিনি। কিন্তু সেই কোহলিই আড়াই বছর ধরে ২২ গজে বিচরণ করছেন শুধু অতীতের ছায়া হয়ে। সেঞ্চুরি তো দূর অস্ত, কোহলির ব্যাটে হাফসেঞ্চুরিও আজ বিরল দৃশ্য।
স্বভাবতই কোহলিকে নিয়ে সর্বত্র আলোচনা তুঙ্গে। এর মাঝেই তাকে নিয়ে মুখ খুললেন শোয়েব আখতার। পাকিস্তানের পেস কিংবদন্তি শোয়েব আখতারকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে বায়োপিক। রাওয়ালপি-ি এক্সপ্রেসের জীবনী ফুটে উঠবে বড় পর্দায়। এই ঘোষণার পর পাকিস্তানের এই গতিতারকা টুইটারে আধাঘণ্টার প্রশ্নোত্তর পর্বের আয়োজন করেছিলেন।
সেখানে এক ভক্ত শোয়েবকে বলেছিলেন এক শব্দে বিরাট কোহলিকে ব্যাখ্যা করতে। যার উত্তরে ‘রাওয়ালপি-ি এক্সপ্রেস’ দুই শব্দে লেখেন, লেজেন্ড অলরেডি! বাংলায় যার তরজমা করলে দাঁড়ায় ইতিমধ্যেই কিংবদন্তি।
এই মুহূর্তে কোহলির ব্যাটে কেন বড় রান নেই, কোথায় সমস্যা হচ্ছে- এসবই যেন হয়ে গেছে আন্তর্জাতিক ইস্যু। কেউ বলছেন কোহলিকে বিশ্রাম দেওয়া হোক, আবার কেউ বলছেন বাদ দিতে। কিছুদিন আগে কোহলির সমর্থনে তার পাশে দাঁড়িয়ে ছিলেন শোয়েব আখতার। অত্যন্ত ঠোঁটকাটা চরিত্রেরই এক ক্রিকেটার কোনো কথা বলতে দুইবার ভাবেন না। কোহলিকে নিয়ে বলতে গিয়েও তিনি বুঝিয়ে দিয়েছিলেন, সাবেক ভারত অধিনায়ককে তিনি কতটা পছন্দ করেন। হিন্দুস্তানটাইমস,

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া