adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

৫৮ কোটি ৩০ লাখ টাকায় বিক্রি হলো বক্সার মোহাম্মদ আলীর চ্যাম্পিয়নশিপ বেল্ট

স্পোর্টস ডেস্ক : আলীর বয়স তখন ৩২। নিজের সেরা সময় পেছনে ফেলে জো ফ্রেজিয়ারের কাছে হেরে জর্জ ফোরম্যানের মুখোমুখি হয়েছিলেন তিনি। সময়টা ছিল ৩০ অক্টোবর, ১৯৭৪। যে দ্বৈরথ শতাব্দীর বিখ্যাত বক্সিং লড়াইগুলোর একটি।
কঙ্গোর কিনশাসায় টাটা রাফায়েল স্টেডিয়ামে এদিক আন্ডারডগ হিসেবেই নেমেছিলেন মোহাম্মদ আলী। সেই ম্যাচে ফোরম্যানের বিপক্ষে আলীর হয়ে বাজি ধরার খুব লোকই ছিল। কিন্তু গ্রেটেস্ট অব অলটাইম’ মোহাম্মদ আলী ঠিকই সেই ম্যাচ জিতে নিয়েছিলেন। – সমকাল
সেই জয়ে মোহাম্মদ আলীর পাওয়া চ্যাম্পিয়নশিপের বেল্ট সম্প্রতি নিলামে উঠিয়েছিলো ডালাসের নিলাম প্রতিষ্ঠান হেরিটেজ অকশন। সেখানে ৬.১৮ মিলিয়ন ডলারে (বাংলাদেশি মুদ্রায় ৫৮ কোটি ৩০ লাখ টাকা) বিক্রি হলো মোহাম্মদ আলীর চ্যাম্পিয়নশিপের সেই বেল্ট।
নিলামে চ্যাম্পিয়নশিপের বেল্টটি কিনে নেন জিম ইয়ারসে। যিনি এনএফএল দল ইন্ডিয়ানাপলিস কোল্টসের স্বত্তাধিকারী। আগামী ২ আগস্ট শিকাগোর নেভি পিয়ের এবং ৯ সেপ্টেম্বর ইন্ডিয়ানাপলিসে জনসাধারণের জন্য বেল্টটি প্রদর্শনের ব্যবস্থা করেছেন ইয়ারসে।
মোহাম্মদ আলীর সেই ম্যাচ গ্যালারিতে দেখেছেন ৬০ হাজার দর্শক। আর পুরো বিশ্বে টিভিতে দেখেছেন ১০০ কোটিরও বেশি দর্শক। সে সময় টিভিতে সরাসরি সম্প্রচারিত কোনো অনুষ্ঠান সর্বোচ্চসংখ্যক দর্শক দেখার রেকর্ড এটি। আয়োজকেরা তুলে নেন ১০০ মিলিয়ন ডলারের বেশি।
গ্রেটেস্ট অব অলটাইম খ্যাত মোহাম্মদ আলী ২০১৬ সালের ৩ জুন ৭৪ বছর বয়সে পরপারে পাড়ি জমান। সম্পাদনা : এল আর বাদল

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া