adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আইসিসির উচিত টি-টোয়েন্টি সিরিজ কমিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বাড়ানো : রবি শাস্ত্রী

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বিপক্ষীয় সিরিজ কমিয়ে ফ্র্যাঞ্চাইজি ম্যাচ বাড়ানোর পরামর্শ দিলেন ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ রবি শাস্ত্রী। আইসিসির নতুন সূচি অনুযায়ী টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচের সংখ্যা বেড়েছে। তাতে দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজও বেড়ে যাচ্ছে। বছরে আড়াই মাসের জায়গা নিয়ে নিচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)।
আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে তিন ফরম্যাটের ক্রিকেটাররা চাপ অনুভব করছেন। গত সোমবার ওয়ানডে ক্রিকেট থেকে ৩১ বছর বয়সে অবসর নিয়ে সবাইকে চমকে দিয়েছেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার বেন স্টোকস। অবসরের কারণ হিসেবে স্টোকস জানিয়েছিলেন, আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচিতে শারীরিক ও মানসিক ধকল কাটাতে ওয়ানডে ক্রিকেটকে বিদায় দিচ্ছেন। সেই সঙ্গে দীর্ঘদিন টেস্ট খেলে যাওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন। হিন্দুস্তানটাইমস
এই মাসের শুরুর দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সিরিজ বাতিল করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। যাতে ঘরোয়া নতুন টি-টোয়েন্টি প্রতিযোগিতার তাদের খেলোয়াড়রা অংশ নিতে পারেন। বাতিল হওয়া সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ। এটি বাতিল হওয়ায় গাণিতিক হিসবা-নিকাশে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলাটা কঠিন হয়ে পড়েছে দক্ষিণ আফ্রিকার জন্য। তার পরও ঘরোয়া টি-টোয়েন্টিকে প্রাধান্য দিয়েছে প্রোটিয়ারা।
ভারতের শাস্ত্রীও আন্তর্জাতিক ক্রিকেট কমিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে প্রাধান্য দেওয়ার পক্ষে। টেলিগ্রাফের স্পোটর্স পডকাস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন, দ্বিপক্ষীয় সিরিজের সংখ্যা নিয়ে ভাবার সময় এসেছে, বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে। এখন অনেক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট হচ্ছে, সেসবকে উৎসাহিত করা যেতে পারে। সেটা যে দেশই হোক না কেন-ভারত, ওয়েস্ট ইন্ডিজ বা পাকিস্তান। ‘
তিনি আরো বলেন, আপনি যদি কম দ্বিপক্ষীয় সিরিজ খেলেন তাহলে বিশ্বকাপে সবার সাথে একত্র হতে পারবেন। এভাবে আইসিসির আসরগুলোতে আরো জোর দেওয়া সম্ভব হবে। সম্পাদনা : এল আর বাদল

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া