adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাপানের মেসি খ্যাত তাকেফুসা কুবোকে বিক্রি করলো রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক : জাপানের এই তারকা ফুটবলার অনেক স্বপ্ন নিয়ে তিন বছর আগে রিয়াল মাদ্রিদে পাড়ি জমিয়েছিলেন। তাকেফুসা কুবোর সব প্রত্যাশা প্রায় অপূর্ণই রয়ে গেলো। এ যাত্রায় রিয়ালের হয়ে মাঠ মাতানো আর হলো না ‘জাপানের মেসি’ নামে পরিচিত এই উইঙ্গারের। পাঁচ বছরের চুক্তিতে তাকে দলে টেনেছে রিয়াল সোসিয়েদাদ।
রিয়ালের ওয়েবসাইটে মঙ্গলবার (১৯ জুলাই) তার দলবদলের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ট্রান্সফার ফির বিষয়ে অবশ্য কিছু জানানো হয়নি। একটা সময় বার্সেলোনার একাডেমিতে ছিলেন কুবো। তবে ১৮ বছরের কম বয়সী খেলোয়াড় কিনে ফিফার আইন ভাঙায় ক্লাবটি ছাড়তে হয়েছিল তাকে। একই কারণে নতুন খেলোয়াড় কেনায় নিষেধাজ্ঞা পেয়েছিল কাতালুনিয়ার দলটি।
এরপর ২০১৯ সালের জুনে এফসি টোকিও থেকে কুবোকে ২০ লাখ ইউরোয় ছয় বছরের জন্য দলে টানে রিয়াল। বেশিরভাগ সময় অবশ্য তাকে ধারে অন্যত্রই কাটাতে হয়। সবশেষ গত মৌসুমে তিনি খেলেন আরেক স্প্যানিশ ক্লাব মায়োর্কায়। ২০১৯-২০ মৌসুমেও ধারে এই দলে খেলেছিলেন তিনি। গোল ডটকম

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া