adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিশুসহ প্রায় ৩০ হাজার ইউক্রেনের নাগরিককে রাশিয়ায় স্থানান্তর

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের কর্তৃপক্ষের অংশগ্রহণ ছাড়াই পাঁচ হাজারের বেশি শিশুসহ প্রায় ৩০ হাজার ইউক্রেনীয়কে মস্কোতে স্থানান্তর করেছে মস্কো।

আল জাজিরা জানায়, গতকাল শনিবার (১৬ জুলাই) এই স্থানান্তরের ঘটনা ঘটে।

বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স রাশিয়ার প্রতিরক্ষা কন্ট্রোল সেন্টারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

ইন্টারফ্যাক্স জানায়, স্থানীয় সময় গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৪২৪ জন ইউক্রেনের নাগরিককে ইউক্রেনের ঝুঁকিপূর্ণ অঞ্চল থেকে মস্কোতে স্থানান্তর করা হয়। এর মধ্যে পাঁচ হাজার ১৪৮ জন শিশু রয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর এখনও পর্যন্ত ২৬ লাখ ১২ হাজার ৭৪২ জন ইউক্রেনীয়কে মস্কোতে স্থানান্তর করা হয়েছে। এর মধ্যে চার লাখ ১২ হাজার ৫৫৩ জন শিশু রয়েছে।

অন্যদিকে পশ্চিমা বিশ্বের দাবি, রাশিয়া জোরপূর্বকভাবে শিশুসহ ইউক্রেনের নাগরিকদের অবৈধভাবে মস্কোতে স্থানান্তর করছে। আর এর মাধ্যমে ইউক্রেনের বিভিন্ন শহর দখলের চেষ্টা করছে মস্কো।

ইউক্রেনের শিশুদের অবৈধভাবে স্থানান্তরে জড়িত থাকার অভিযোগে মস্কোর প্রেসিডেনশিয়াল কমিশনারের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া