adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৪

ডেস্ক রিপাের্ট :  টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কায় চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও সাত জন। উপজেলার দুল্যা মনসুর নামক স্থানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে, তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। আহত ব্যক্তিদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা টুটুল জানান, ঢাকাগামী থেমে থাকা বালুভর্তি একটি ট্রাকের পেছনে বিনিময় পরিবহণের একটি বাস ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। ওই সময় ঘটনাস্থলে তিন জন যাত্রী নিহত হন। এ ঘটনায় আরও আট জন আহত হয়। পরে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যেরা আহত ব্যক্তিদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করলে এর মধ্যে আরও এক জনের মৃত্যু হয়।

এদিকে, এ দুর্ঘটনার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঢাকার দিকে যান চলাচল বন্ধ থাকে। যানজটে আটকা পড়ায় কর্মস্থলগামী মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। প্রায় দুই ঘণ্টা পর মির্জাপুর থানা পুলিশ র‍্যাকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নিলে সকাল পৌনে ৭টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া