adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৬ জনের, আক্রান্ত ১ হাজার ৩২৪

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩২৪ জন।

বৃহস্পতিবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এর আগে, গতকাল (বুধবার) ৫ জনের মৃত্যু এবং এক হাজার ২৭ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছিল।

বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ১২৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১১ হাজার ১৩১টি নমুনা। এরমধ্যে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৩২৪ জনের। মৃত্যু হয়েছে ৬ জনের। সুস্থ ১ হাজার ৭৪৭ জন।

পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১ দশমিক ৮৯ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকায় ও ময়মনসিংহে তিনজন করে। এরমধ্যে চারজন পুরুষ, দুজন নারী।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৯৩ হাজার ৩৮২ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ২২৩ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৯৩ হাজার ৩৮২ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া