adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

গালফ জায়ান্টসের প্রধান কোচের দায়িত্বে অ্যান্ডি ফ্লাওয়ার

স্পাের্টস ডেস্ক : আগামী ৬ জানুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে আরব আমিরাতের নতুন ফ্র্যাঞ্চাইজি আসর ইউএই ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএল)। আসন্ন এই আসরে আদানি গ্রুপের মালিকানাধীন গালফ জায়ান্টসের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন অ্যান্ডি ফ্লাওয়ার।

ইতোমধ্যে দলটির পক্ষ্য থেকে জিম্বাবুয়ের সাবেক এই ব্যাটারের নাম ঘোষণা করা হয়েছে। নতুন দলের সঙ্গে যোগ দিতে পেরে দারুণ আনন্দিত ফ্লাওয়ারও। তিনি মনে করেন খেলোয়াড়দের কাছ থেকে সেরাটা বের করে আনতে পারবেন তিনি।

এ প্রসঙ্গে ফ্লাওয়ার বলেন, ‘যেকোন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের অংশ হতে পারা দারুণ ব্যাপার। ইউএই ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির পরিকল্পনা আছে বড় লিগ হবার। নেতা হিসাবে আমাদের কাজ প্লেয়ারদের সেরাটা দেয়াতে সাহায্য করা। এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ।’
ফ্লাওয়ারকে শুধু এক মৌসুমের জন্যই আপাতত নিয়োগ দেয়া হয়েছে বলে জানিয়েছে দলটি। আদানি স্পোর্টসলাইনের কর্মকর্তা সত্যম ত্রিভেদি জানিয়েছেন, তার বিশ্বাস ফ্লাওয়ার তাদের দলটির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

তিনি বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী অ্যান্ডি দলের উন্নতিতে সহায়তা করতে পারবে এবং পরামর্শ দিয়ে দলকে সাফল্য এনে দিতে পারবে। আমি আরও আত্মবিশ্বাসী যে বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা ক্রিকেট ভক্তদের সঙ্গে আমাদের খেলোয়াড়দের পরিচয় করিয়ে দিতে সে বড় ভূমিকা রাখবে।’

২০০৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন ফ্লাওয়ার। এরপর থেকে কোচিংকেই পেশা হিসেবে বেঁছে নেন। কোচিং ক্যারিয়ারে তার সেরা সাফল্য ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। এ ছাড়াও আইপিএল, পিএসএল ও সিপিএলের মতো টুর্নামেন্টে কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে তার। – ক্রিকফ্রেঞ্জি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া