adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, আক্রান্ত বেড়েছে

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৬৫৬ জন।

মঙ্গলবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এর আগে, গতকাল (সোমবার) তিনজনের মৃত্যু এবং ৫২১ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছিল।

বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৯৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৭৬১টি নমুনা। এরমধ্যে করোনা শনাক্ত হয়েছে ৬৫৬ জনের। মৃত্যু হয়েছে ৯ জনের। সুস্থ হয়েছেন এক হাজার ৫৪২ জন।

পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭৮ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ‍মারা যাওয়াদের মধ্যে ৭ জন ঢাকার। বাকি দুইজন চট্টগ্রামের ও ময়মনসিংহের। তাদের মধ্যে চারজন পুরুষ ও পাঁচজন নারী।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৯১ হাজার ৩১ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ২১২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ১৫ হাজার ৮৬০ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া