adv
১৬ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে লরির ভেতর থেকে ৪৬ জনের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সান আন্তোনিও শহরের ল্যাকল্যান্ড এয়ার ফোর্স ঘাঁটির কাছে একটি লরির ভেতরে ৪৬ জনের মৃতদেহ পাওয়া গেছে। এদের মধ্যে ১৬ জনের মৃতদেহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সোমবার (২৭ জুন) সন্ধ্যায় সান আন্তোনিও শহরের স্থানীয় কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক টেক্সাস ট্রিবিউনের সাথে কথা বলা একজন স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম সান আন্তোনিওর ক্যাসিন ড্রাইভ এবং কুইন্টানা রোডের সংযোগস্থলের কাছে এ মৃতদেহগুলো পাওয়া যায়। তিনি বলেন, মেয়র রন নিরেনবার্গ এবং পুলিশ প্রধান উইলিয়াম ম্যাকম্যানস খুব দ্রুত এ বিষয়ে একটি সংবাদ সম্মেলন করবেন।

তিনি আরও বলেন, মৃতদেহগুলো অভিবাসীদের বলে ধারণা করছেন কর্তৃপক্ষ। ৪৬ জনের মৃত্যু বেশ বড় রকমের ক্ষতি বলেও তারা মনে করছেন।

সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মৃতদেহ উদ্ধার করা ওই লরির চালক পলাতক রয়েছেন এবং সান আন্তোনিও পুলিশ বিভাগের কর্মকর্তারা নিখোঁজ গাড়িচালককে খুঁজছেন।

কীভাবে এসব মানুষ মারা গেল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় এবং স্থানীয় পুলিশ এখনও এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

টেক্সাস অঙ্গরাজ্যের এই সান আন্তোনিও শহরটি যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত থেকে প্রায় ২৫০ কিলোমিটার (১৫০ মাইল) দূরে অবস্থিত।

জয় পরাজয় আরো খবর

Comments are closed.

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2022
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া