adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

টাকার অভাবে ভুগছে বিশ্বের সবচেয়ে ধোনি ভারতীয় ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক : চলতি মাসেই আইপিএলের পাঁচ বছরের জন্য মিডিয়া স্বত্ব বিক্রি করে ৫০ হাজার কোটি টাকা আয় করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। অথচ এক মাস না যেতেই চাউর হলো অর্থাভাবে ভুগছে বিশ্বের সবচেয় ধনী ক্রিকেট বোর্ডটি। ভারতের প্রথম শ্রেণির ক্রিকেট রঞ্জি ট্রফিতে ব্যবহার করা হচ্ছে না ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। ডিআরএস প্রযুক্তি কাজে লাগানোর মতো টাকা নেই বোর্ডের তহবিলে, এমনটি শুনে অবাক ক্রিকেটবোদ্ধারা।
রঞ্জি ট্রফির নকআউট পর্বে প্রায় প্রতি ম্যাচেই আম্পায়ারদের ভুল চোখে পড়েছে। সেমিফাইনালে বাংলা বনাম মধ্যপ্রদেশের ম্যাচে একাধিক ভুল করেছেন আম্পায়াররা।

এ ব্যাপারে বোর্ডের এক কর্মকর্তা বলেছেন, লোকাল আম্পায়ারদের ওপর আমাদের বিশ্বাস রয়েছে। ডিআরএস ব্যবহার করতে গেলে অনেক খরচ। ফাইনালে ডিআরএস না থাকলে এমন কী আসে যায়। মাঠের আম্পায়ারদের ভরসা করতে হবে। ভারতের দুই সেরা আম্পায়ার কেএন অনন্তপদ্মনাভন এবং বীরেন্দ্র শর্মা রঞ্জির ফাইনাল ম্যাচের দায়িত্বে। ফাইনালে যদি ডিআরএস চালু করতে হয় তাহলে গ্রুপ পর্বের ম্যাচেও চালু করা উচিত।

প্রসঙ্গত, ২০১৯-২০ মৌসুমের সেমিফাইনালে সীমিত মাত্রায় ডিআরএস ব্যবহার করা হয়েছিল। সেখানে আসল যে দুইটি বিভাগ, সেই হক-আই এবং আল্ট্রাএজই ছিল না। ফলে কর্নাটকের বিরুদ্ধে ম্যাচে সৌরাষ্ট্র ব্যাটার চেতেশ্বর পুজারা দুইবার কট বিহাইন্ড হওয়ার হাত থেকে বেঁচে যান। কর্নাটক অভিযোগ করে, আম্পায়ারদের ভুল সিদ্ধান্তের জন্যই তারা হেরেছে। হিন্দুস্তানটাইমস

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2022
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া