adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৫ বছরে এক লাখ কোটি রুপি আয় করবে আইপিএল

স্পোর্টস ডেস্ক : যার হাতে আইপিএলের জন্ম, সেই ললিত মোদি মনে করেন- আগামী ৫ বছরে আইপিএলের মোট লাভের পরিমাণ হবে ১ লাখ কোটি রুপি, অর্থাৎ সম্প্রচার সত্বেরও দ্বিগুণ অর্থ আসবে মোট লভ্যাংশ হিসেবে। শুধু সম্প্রচার স্বত্ব থেকেই আগামী ৫ বছরে ৪৮ হাজার ৩৯০ কোটি রুপি আয় করবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ।

বিসিসিআইয়ের মোট লাভের অঙ্ক কতো হবে, তা থেকে যাচ্ছে ধারণারও বাইরে। তবে যার হাতে আইপিএলের জন্ম, সেই ললিত মোদি মনে করেন- আগামী ৫ বছরে আইপিএলের মোট লাভের পরিমাণ হবে ১ লাখ কোটি রুপি, অর্থাৎ সম্প্রচার সত্তেরও দ্বিগুণ অর্থ আসবে মোট লভ্যাংশ হিসেবে। আইপিএলের স্রষ্টা ললিত মোদি আগামী দিনে শুধু টাকার ছড়াছড়ি দেখছেন আইপিএলে। তার মতে, আগামী ৪১০টি ম্যাচ আয়োজন করে আইপিএল ১ লাখ কোটি রুপি আয় করবে।

তিনি বলেন, আইপিএলের দর্শকদের জন্যই এই লিগের জনপ্রিয়তা এতটা বেড়েছে। আমি ২০০৮ সালে বলেছিলাম, পরেরবার আইপিএলের মিডিয়া স্বত্ব দ্বিগুণ হবে। গতবারের থেকে এবার ৯৮ শতাংশ বেশি টাকা পেয়েছে বোর্ড। আমি বলছি, পরের বারও এই টাকার অঙ্ক দ্বিগুণ হবে। বর্তমানে ক্রিকেট দুনিয়ায় আইপিএল সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট হলেও সব ক্রীড়াঙ্গন বিচারে এখনও আইপিএলকে সেরা বলার সুযোগ নেই।

ললিত মনে করেন, আইপিএল শিগগিরই ফুটবল বা অন্যান্য সব ক্রীড়া ইভেন্টকে ছাড়িয়ে যাবে। তিনি বলেন, আইপিএল বিশ্বের সেরা লিগ হবে। কারণ, ওটিটি প্লাটফর্মে এই প্রতিযোগিতা দেখানো হচ্ছে। ফলে যেকোনো জায়গায় বসে খেলা দেখা যাচ্ছে। ধীরে ধীরে টেলিভিশনকে ছাপিয়ে যাচ্ছে ডিজিটাল মাধ্যম। কিছু দিনের মধ্যেই টেলিভিশনের থেকে ওটিটি মাধ্যমে দর্শকের সংখ্যা বেশি হবে। ফলে ওটিটি মাধ্যম থেকে লাভও বেশি থাকবে। হিন্দুস্তানটাইমস, সম্পাদনা : এল আর বাদল

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2022
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া