adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিতর্কিত ‘অগ্নিপথ’ প্রকল্পকে মাদকের ওষুধ বললেন কঙ্গনা

বিনোদন ডেস্ক : ভারতের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির পক্ষে বরাবরই গলা ফাটাতে দেখা যায় বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতকে। বিতর্কিত ‘অগ্নিপথ’ প্রকল্প নিয়েও তাই করলেন। এই প্রকল্প নিয়ে যখন দাউদাউ করে জ্বলছে দেশটির নানা প্রান্ত, তখন সেটি নিয়ে ফের সরব হলেন ‘কুইন’ খ্যাত এই নায়িকা।

মুম্বাইয়ের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কঙ্গনার দাবি, অত্যন্ত ভালো এই অগ্নিপথ প্রকল্প। এটা তো আত্মশুদ্ধির উপায়! দেশের যুবসমাজ যখন মাদক আর অনলাইন গেমে আসক্ত, ‘অগ্নিপথ’ তা থেকে মুক্তি দিতে পারে বলে দাবি অভিনেত্রীর। এটি মাদক ও অনলাইন গেমের ভালো ওষুধ।

সম্প্রতি ভারত সরকার ঘোষণা করেছে ‘অগ্নিপথ’ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে সাড়ে ১৭ থেকে ২১ বছরের তরুণ-তরুণীরা সশস্ত্র বাহিনীর তিন শাখা- স্থল, নৌ এবং বিমানবাহিনীতে চুক্তিভিত্তিক ভাবে চার বছরের জন্য যোগ দিতে পারবেন। তাদের নাম হবে ‘অগ্নিবীর’।

তবে বয়সসীমা নিয়ে আপত্তি ওঠায় পরে ২১ বছরের ঊর্ধ্বসীমা বাড়িয়ে ২৩ করা হয়েছে। চার বছর শেষে সেনায় শূন্যপদ ও যোগ্যতার ভিত্তিতে প্রতি ব্যাচের সর্বাধিক ২৫ শতাংশ অগ্নিবীরকে সশস্ত্র বাহিনীর তিনটি শাখায় অন্তর্ভুক্ত করা হবে। বাকিদের সম্মানজনক আর্থিক প্যাকেজ দিয়ে ‘বিদায়’।

ইতিমধ্যেই এই প্রকল্পের বিভিন্ন শর্তে আপত্তি উঠেছে ভারত জুড়ে। প্রবল জনরোষের জেরে নানা প্রান্তে চলছে ভাঙচুর, ট্রেনে অগ্নিসংযোগ। কঙ্গনার প্রশ্ন, ‘অগ্নিপথ’-এর ভালো দিকগুলো কেউ দেখছেন না কেন?

অভিনেত্রী বলেন, ‘সরকার যে পদক্ষেপ নিয়েছে, তাতে আমি খুশি। এ প্রজন্মের তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ, জাতীয়তাবোধের জন্ম দেওয়া জরুরি। সীমান্ত পাহারা দেওয়ার সুযোগ পেলে তা সম্ভব।’

কঙ্গনার দাবি, ইজরায়েলসহ বহু দেশে এখন তরুণদের জন্য সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক। সে তো জীবনের প্রতি নিষ্ঠা, মনোযোগ ফিরিয়ে আনার জন্যই। ভারতেও এমন হলে সমাজের গুণগত মান উন্নত হবে বলেই মত আলোচিত-সমালোচিত ও বিজেপি ঘনিষ্ঠ এই অভিনেত্রীর।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2022
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া