adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৪৪ হাজার কোটি টাকায় আইপিএলের সম্প্রচার সত্ত্ব বিক্রি করলো বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : অর্থ আয়ের দিকে জনপ্রিয় আইপিএল টুর্নামেন্ট পূর্বের সব ইতিহাস বদলে দিচ্ছে। আইপিএলের নতুন সম্প্রচার সত্ত্ব ইতোমধ্যে প্রায় ৫ বিলিয়ন ডলারে বিক্রি হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম।
যা ২০১৭ থেকে ২০২২ আইপিএলের সম্প্রচার সত্ত্বের প্রায় আড়াই গুণ বেশি। সর্বশেষ পাঁচ বছরের চক্রের জন্য আইপিএলের সম্প্রচার বাবদ ১৬ হাজার ৩৪৭ কোটি টাকা আয় করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। তবে চলতি বছরের আয় এখানেই শেষ নয়, খবরে জানানো হয়েছে এবার অর্থ আয়ের পরিমাণ বাড়বে আরও। ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত পরবর্তী পাঁচ বছরের সম্প্রচার সত্ত্ব নিলামের আওতায় এনে বিক্রি করছে বিসিসিআই। এই নিলাম প্রক্রিয়াকে মোট চারটি আলাদা প্যাকেজে ভাগ করেছে বিসিসিআই।
২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত আগামী পাঁচ বছরের আইপিএলের সম্প্রচার সত্ত্বের জন্য জি এন্টারপ্রাইজ লিমিটেড (জিইইএল), রিলায়েন্স-ভিয়াকম ১৮, ডিজনি স্টার নেটওয়ার্ক এবং সনি নেটওয়ার্ক নিলামে অংশ নিয়েছে।
প্রতিটি প্যাকেজের জন্য তাদের আলাদা করে নিলামে দাম হাঁকাতে হবে। এরমধ্যে প্যাকেজ এ’ এবং প্যাকেজ বি’ থেকেই প্রায় ৫ বিলিয়ন ডলার আয় করে নিয়েছে বিসিসিআই। বাংলাদেশি অর্থমূল্যে যা ৪৪ হাজার কোটি টাকার চেয়েও বেশি। তবে নিলামে কারা জিতেছে সে বিষয়ে অফিশিয়াল কোনো ঘোষণা দেয়নি বিসিসিআই।
প্যাকেজ এ’ হচ্ছে ভারতীয় উপমহাদেশে টিভি সত্ত্বের জন্য। প্যাকেজ বি’ হচ্ছে উপমহাদেশে ডিজিটাল সম্প্রচারের জন্য। এরমধ্যে প্যাকেজ এ’ এর জন্য ২.৭২ বিলিয়ন ডলার বা ২৩ হাজার ৫৭৫ কোটি রুপি খরচ করেছে নিলামে জেতা কোম্পানি। এ ছাড়া প্যাকেজ বি’ এর জন্য ২.২৭ বিলিয়ন ডলার বাঁ ২০ হাজার ৫০০ কোটি রুপি খরচ করেছে নিলামে জেতা কোম্পানি।
প্যাকেজ এ’, ‘বি’ ছাড়া রয়েছে প্যাকেজ ‘সি’ ও ‘ডি’। এই মুহূর্তে এই দুই প্যাকেজের জন্য লড়ছে কোম্পানিগুলো। এরমধ্যে প্যাকেজ ‘সি’ হচ্ছে নির্বাচিত ১৮টি ম্যাচের জন্য। যে ম্যাচগুলোর মধ্যে উদ্বোধনী ম্যাচ, ফাইনাল, এ ছাড়াও সপ্তাহের বন্ধের দিনের ম্যাচগুলো রয়েছে। হিন্দুস্তানটাইমস
প্যাকেজ ‘ডি’ হচ্ছে উপমহাদেশের বাইরের জন্য, যেখানে টিভি এবং ডিজিটাল দুই মিডিয়ার সম্প্রচার সত্ত্ব থাকবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2022
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া