adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড : কী বলছেন তারকারা

বিনােদন ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনারের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে বেড়েই চলছে নিহতের সংখ্যা। আট ফায়ার যোদ্ধাসহ এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ জনে, আহত হয়েছেন অন্তত ৪৫০ জন। এ ঘটনায় শোকাগ্রস্ত সারাদেশ। শোবিজ অঙ্গনের তারকারাও সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে ভূক্তভোগীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন।

ঢালিউড সুপারস্টার শাকিব খান লিখেছেন, ‘চট্টগ্রামের জন্য প্রার্থনা।’

অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিপুল পরিমাণ রক্তের প্রয়োজন। দয়া করে তাদের সাহায্যে আসুন।’

বাংলা গানের যুবরাজ খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর লিখেছেন, ‘সীতাকুণ্ড ট্র্যাজেডি জাতীয় দুর্যোগ। আসুন সবাই ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করি। মহান আল্লাহর কাছে সাহায্য চাই। উদ্ধারকাজে নিয়োজিত স্বেচ্ছাসেবকসহ প্রশাসনের সংশ্লিষ্টদের জন্য শুভকামনা।’

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ভিডিও নিউজ শেয়ার করে লেখেন, ‘কি ভয়াবহ!’

অভিনেতা ও গায়ক চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘আমরা গভীরভাবে শোকাহত! সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার শান্তি কামনা করছি। শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

ঢাকাই সিনেমার প্রতিবাদী নায়িকা পরীমণি লেখেন, ‘অসংখ্য অ্যাম্বুলেন্স জরুরী প্রয়োজন। চট্টগ্রামের সবকটি সরকারি/ বেসরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিসের পক্ষ হতে অতিদ্রুত সীতাকুণ্ডে যেতে বলা হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অনেক রক্তের প্রয়োজনও হতে পারে। স্থানীয়রা প্লিজ রক্তদানে চমেকে আসুন। আল্লাহ্ হেফাজত করুন।’

তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ লিখেছেন, ‘যেকোনো দুর্ঘটনায় সর্বপ্রথম এগিয়ে যায় নিরাপত্তারক্ষা বাহিনী। ফায়ার সার্ভিসের সাহসী সৈনিকরা নিজেদের জীবন দিয়ে সীতাকুণ্ডের ভয়াবহ দুর্ঘটনার মোকাবেলা করেছেন। সাথে প্রাণ হারিয়েছে আরও অনেক মানুষ। প্রতিটি মানুষের জীবন মূল্যবান। এমন পরিস্থিতি আর না ফিরে আসুক এটাই সকলের কামনা। সীতাকুণ্ড দুর্ঘটনায় নিহত শোকসন্তপ্ত পরিবারদের প্রতি শোক প্রকাশ করছি। আমরা শোকাহত।’

নায়ক আরিফিন শুভ লেখেন, ‘রেড অ্যালার্ট, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সীতাকুণ্ডে বিস্ফোরণে হতাহতদের জন্য জরুরী ভিত্তিতে রক্তের প্রয়োজন, আশেপাশে যারা আছেন দ্রুত সহযোগীতা করুন।’

চিত্রনায়ক ওমর সানী লিখেছেন, ‘আমরা অনেক বিপদে আছি, আমাদেরকে সাহায্য করুন আল্লাহ।’

নায়ক সাইমন সাদিক লেখেন, ‘পানির ওপর হাঁটলেও জুতায় আগুন ধরে যাচ্ছে, সীতাকুণ্ড। আল্লাহ মাফ করুন।’

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব লিখেছেন, ‘চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ বিস্ফোরণে কোনও আহত ব্যক্তির জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন হলে কমেন্টে জানাবেন। আমি পেজে পোস্ট করবো যেন সেই গ্রুপের কেউ গিয়ে সঙ্গে সঙ্গে রক্ত দিতে পারেন।’

ছোট পর্দার তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী প্রথম পোস্টে লিখেছেন, ‘অসংখ্য অ্যাম্বুলেন্স জরুরি প্রয়োজন। চট্টগ্রামের সবকটি সরকারি, বেসরকারি হসপিটালের অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দ্রুত সীতাকুণ্ডে যেতে বলা হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রচুর রক্তের প্রয়োজনও হতে পারে। স্থানীয়রা প্লিজ রক্তদানে চমেকে আসুন। সবাই দোয়া করুন সীতাকুণ্ড এলাকার বাসিন্দাদের জন্য।’

এর পরের পোস্টে তিনি লেখেন, ‘আমাদের ফায়ার ফাইটারদের স্যালুট’।

অভিনেত্রী শবনম ফারিয়া লিখেছেন, ‘চট্টগ্রাম সীতাকুণ্ড ট্র্যাজেডিতে আমরা গভীরভাবে শোকাহত।’

নবাগত চিত্রনায়িকা জাহারা মিতু লিখেছেন, ‘আগুন জ্বলছে সীতাকুণ্ডে, কিন্তু পুড়ে ছাই হচ্ছি বাংলাদেশের প্রতিটি মানুষ। আজকের দিনটি কষ্টের, অনেক বেশি কষ্টের।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2022
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া