adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাটির নিচে ঢুকলেও নিয়ে আসা হবে : আইজিপি

ডেস্ক রিপাের্ট : জনগণ ও রাষ্ট্রের ক্ষমতা যারা অবজ্ঞা করার দুঃসাহস দেখায় তারা আহাম্মক বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।

২৬ মে রাঙামাটিতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, ১৯৯৭ সালে শান্তি চুক্তি সাক্ষরিত হওয়ার পর তা স্থায়ী করতে সরকার এবং এ অঞ্চলের শান্তিপ্রিয় মানুষ চেষ্টা করছেন। তবে সম্প্রতি এ অঞ্চলকে আবারও হুমকির মধ্যে ফেলার চেষ্টা করা হচ্ছে। খুন, অপহরণ, চাঁদাবাদি করে এলাকার মানুষকে বিভিন্নভাবে অত্যাচার করার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, রাষ্ট্র ও জনগণের কাছে এসব অপশক্তি অতি তুচ্ছ। এই হাজার দুয়েক লোককে বাড়ি বাড়ি গিয়ে ধরে নিয়ে আসব আমরা, মাটির নিচে ঢুকলে সেখান থেকেও ধরে নিয়ে আসা হবে।

বেনজীর আহমেদ আরও বলেন, সন্ত্রাস, অপরাধ,অপহরণ, চাঁদাবাজি ও উন্নয়নবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের কাজ একটাই সেটা হলো বিজয়ী হওয়া।

অপরাধীদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা অপরাধ করছেন তারা এ সমস্ত কাজ ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন এবং জনগণের ভাগ্য পরিবর্তনের লড়াইয়ে, পার্বত্য অঞ্চলের মানুষের উন্নয়নের লড়াইয়ে শামিল হয়ে যান।

তিনি আরও বলেন, এ সমস্ত অপকর্ম আপনাদের ছাড়তে হবে, না ছাড়লে আপনাদের ছাড়ানোর ব্যবস্থা করা হবে। সুতরাং সিদ্ধান্ত আপনার।

বেনজীর আহমেদ বলেন, আগমী দিনে এই অঞ্চল আরও উন্নত ও সমৃদ্ধশালী হবে। এ জন্য সবাইকে ভূমিকা রাখতে হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া