আমি প্রতিক্রিয়া দেওয়ার শব্দ খুঁজে পাচ্ছি না : কোচ আনচেলত্তি
স্পোর্টস ডেস্ক : খেলার শুরুর দিকে লিভারপুলের আক্রমণের তোড়ে রিয়াল মাদ্রিদ ভেসে যাওয়ার শঙ্কা উঁকি দিয়েছিল প্রবলভাবে। প্রতিকূল স্রোত পেরিয়ে বিজয়ী হয়েছেন তিনিই, তার দল। দুর্গম গিরি কান্তার মেরু পেরুনোর পর তাই সবকিছু অবিশ্বাস্য লাগছে কোচ কার্লো আনচেলত্তির।
প্যারিসে শনিবার (২৮ মে) রাতে লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে আরও একবার বিজয় কেতন উড়িয়েছে রিয়াল মাদ্রিদ। এই গোলের আগে-পরে ডাগআউটে বসে সারাক্ষণ স্নায়ুর চাপে চুইংগাম চিবোতে থাকা আনচেলত্তি স্বস্তির শ্বাস ফেলেছেন শেষের বাঁশি বাজার পর। এরপর প্রতিক্রিয়া দিতে গিয়ে শব্দ খুঁজে পাচ্ছিলেন না এই ইতালিয়ান কোচ। – মার্কা
আমি বিশ্বাস করতে পারছি না। কঠিন একটা ম্যাচ ছিল। প্রথমার্ধে আমরা ভুগেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত (আমরা জিতেছি)ৃএবারে যে ম্যাচগুলো আমরা খেলেছি, আমি মনে করি, এই প্রতিযোগিতায় জয়ী হওয়ার যোগ্য আমরা। আমরা খুব খুশি। আর কীই-বা বলতে পারি। এর বেশি কিছু বলতে পারব না।
পেছন ফিরেও তাকালেন আনচেলত্তি। লিওনেল মেসি-নেইমার-এমবাপেতে গড়া প্রতাপশালী পিএসজি, গতবারের চ্যাম্পিয়ন চেলসি এবং এবারের ফেভারিটদের একটি ম্যানচেস্টার সিটিকে ছিটকে দিয়ে প্রতিশোধের নেশায় ফুটতে থাকা লিভারপুলের সামনে এসে পড়ে রিয়াল। সেখানেও সেরা তার দলই।
আমি মনে করি, আসলেই কঠিন সব ম্যাচ পার করে এসেছি আমরা। আগের ম্যাচে সমর্থকরা আমাদের খুবই সাহায্য করেছিল; আজ রাতেও তারা সাহায্য করেছে। আমরা খুশি এবং তারাও খুশি।
প্রথম কোচ হিসাবে চারটি চ্যাম্পিয়ন্স লিগে জিতলেন আনচেলত্তি। প্রথম কোচ হিসেবে একাধিক ক্লাবের হয়ে দুটি করে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কীর্তি গড়লেন ৬২ বছর বয়সী এই কোচ। এর আগে এসি মিলানের কোচ হিসেবে দুইবারে এই ট্রফি জিতেছিলেন তিনি। এমন কীর্তিতে রাশভারী প্রকৃতির আনচেলত্তিও নিজের প্রশংসায় মাতলেন।