adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ম্যারাডোনাকে সম্মান জানাতে তৈরি হলো বিমান, বিশ্বকাপের আগে কাতারে পৌঁছাবে

স্পোর্টস ডেস্ক: দেড় বছর অতিক্রান্ত, তিনি চলে গিয়েছেন। তবু আজও দিয়েগো ম্যারাডোনা রয়েছেন বিশ্বজুড়ে। তার অবস্থান বিশ্বের সকল ফুটবলপ্রেমীর মনে। বিন্দুমাত্র কমেনি তার প্রতি মানুষের সম্মান।

এই সম্মানের-ই ছোট্ট এক নিদর্শন দেখা গেলো সম্প্রতি। ফুটবলের রাজপুত্রকে সম্মান জানাতে তৈরি করা হলো একটি বিশেষ বিমান। আর্জেন্টিনার ফিনটেক কোম্পানি ১২ আসন বিশিষ্ট এই বিমান তৈরি করেছে। যার নাম দেওয়া হয়েছে, ট্যাংগো ডি, ১০এস

বিমানটি জুড়ে রয়েছে ম্যারাডোনার বিভিন্ন স্মরণীয় মুহূর্তের ছবি। বিমানের দুটি ডানায় রয়েছে ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার করা দুটি গোলের ছবি। এর মধ্যে বাঁদিকের ডানায় সেই চিরস্মরণীয় ‘হ্যান্ড অব গড’। এছাড়া বিশ্বকাপ চুম্বনরত অবস্থায় ম্যারাডোনার ছবি দেখা যাচ্ছে বিমানটির বাইরের দেওয়ালে। এবং বিমানের শেষপ্রান্ত ম্যারাডোনার মুখ।

সব মিলিয়ে মারাদোনাপ্রেমীদের কাছে এই বিমান কার্যত রূপকথার রাজ্য। ফিনটেক কোম্পানি জানাচ্ছে, প্রথমে এই বিমানটি আর্জেন্টিনার বিভিন্ন শহরে যাবে। অতঃপর বিশ্বকাপের ঠিক আগে এটি উড়ে যাবে কাতার। সংস্থার সিইও গ্যাসটন কোলকের বলেন, আমাকে আপনারা ম্যারাডোনা পাগল বলতে পারেন। রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে তার ভিডিও দেখি। খাসখবর,

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া