adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পাচার হওয়া অর্থ ফেরত আনতে সাধারণ ক্ষমার কথা ভাবছে সরকার

নিজস্ব প্রতিবেদক : পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনতে সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করার কথা ভাবছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেছেন, ‘পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য আমরা সাধারণ ক্ষমা ঘোষণার কথা ভাবছি।’

বৃহস্পতিবার অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিসিইএ) এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পরপর দুই বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, সংসদে জাতীয় বাজেট পেশের আগে বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে আরও ঘোষণা দেবে।

সাধারণ ক্ষমার বিষয়টি জাতীয় বাজেটে প্রতিফলিত হবে বলে জানান তিনি।

তিনি বলেন, ‘এ উদ্যোগ বাংলাদেশ ব্যাংক নেবে এবং সার্কুলারের মাধ্যমে ঘোষণা করবে। তবে জাতীয় বাজেট সংসদে পেশ করার আগে আমরা এ বিষয়ে কোনো ঘোষণা দিতে চাই না।’

বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ঘোষণা করেছে কোনো ব্যক্তিকে পূর্ব ঘোষণা ছাড়াই বিদেশ থেকে পাঁচ হাজার পর্যন্ত মার্কিন ডলার আনতে দেয়া হবে এবং অর্থের উৎস সম্পর্কে কোনো প্রশ্ন করা হবে না; এ বিষয়ে সরকারের উদ্যোগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

কামাল বলেন, মূলত দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য এই উদ্যোগ নেয়া হচ্ছে।

তবে কী পরিমাণ টাকা পাচার হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। তিনি বলেন, ‘আমি আপনাকে কোন ধারণা দিতে পারছি না কত টাকা পাচার হয়েছে। তবে আমরা গণমাধ্যম এবং অন্যান্য সরকারি ও বেসরকারি উত্স থেকে তথ্য সংগ্রহ করি।’

তিনি বলেন, বিভিন্ন দেশ কর অব্যাহতির মতো সাধারণ ক্ষমা ঘোষণা করছে। ‘আমরাও তাই ভাবছি।’

অর্থমন্ত্রী বলেন, তিনি বিশ্বাস করেন যারা অর্থ পাচার করেছে তারা সরকারের সাধারণ ক্ষমার সুবিধা নেবে। কেননা এটি তাদের জন্য একটি ভালো সুযোগ।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডলারের সংকট রয়েছে। ‘কিন্তু এটি এমন পর্যায়ে নয় যা আমাদের আমদানিকে বাধাগ্রস্ত করবে। আমদানি ব্যবসা চালানোর জন্য আমাদের রিজার্ভে পর্যাপ্ত ডলার আছে।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া