adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সেই জকোভিচ এবার ফরাসি ওপেনে দারুণ সূচনা করলেন

স্পোর্টস ডেস্ক : করোনার টিকা না নিয়ে অস্ট্রেলিয়ান খেলতে গিয়ে বহিস্কার হয়েছিলেন নোভাক জকোভিচ। এবার তিনি ফরাসি ওপেন দিয়ে গ্র্যান্ড স্ল্যামের আঙিনায় ফিরলেন। আসরের নিজস্ব প্রথম ম্যাচে জাপানের ইয়োশিহিতো নিশিয়োকাকে হারিয়ে দারুণ সূচনাও পেলেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের সেরা খেলোয়াড়।

রোলা গাঁরোয় প্রথম রাউন্ডে অনায়াসে জিতেছেন সার্ব তারকা, ৬-৩, ৬-১, ৬-০ গেমে। র‌্যাঙ্কিংয়ের ৯৯ নম্বর নিশিয়োকাকে হারাতে দুই ঘণ্টারও কম লাগে গত রোববার ৩৫ বছর পূর্ণ করা জকোভিচের। পুরুষ এককে রজার ফেদেরারের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ২০ গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচ দ্বিতীয় রাউন্ডে খেলবেন স্লোভাকিয়ার আলেক্স মোলকানের বিপক্ষে।

সহজ জয় পেয়েছেন পুরুষ র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর তারকা দানিল মেদভেদেভও। আর্জেন্টাইন ফাকুন্দো বাগনিসকে ৬-২, ৬-২, ৬-২ গেমে হারান ২৬ বছর বয়সী রুশ তারকা।

গত ইউএস ওপেনের ফাইনালে নোভাক জকোভিচের ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন ভেঙে ক্যারিয়ারে প্রথম মেজরের স্বাদ পান মেদভেদেভ। দ্বিতীয় রাউন্ডে তিনি খেলবেন সার্বিয়ার লাসলো দেরের বিপক্ষে। দ্য সান,

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া