adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

একদিন ভারতের অন্যতম সেরা অলরাউন্ডার হবে ওয়াশিংটন সুন্দর : রবি শাস্ত্রী

স্পোর্টস ডেস্ক : ভারতীয় দলের সাবেক প্রধান কোচ রবি শাস্ত্রীর মতে সানরাইজার্স হায়দরাবাদ দলের তারকা অলরাউন্ডারের মধ্যে সমস্ত গুণ রয়েছে ভবিষ্যতে ভারতের অন্যতম সেরা অলরাউন্ডার হওয়ার। ২২ বছর বয়সি ওয়াশিংটন সুন্দর চলতি আইপিএলে খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেননি।

তার দল হায়দরাবাদও প্লে অফে কোয়ালিফাই করে উঠতে পারেনি। তবে মুম্বই ইন্ডিয়ান্স দলের বিরুদ্ধে ওয়াংখেড়েতে ১৯ বলে ২৫ রানের একটি দুরন্ত ইনিংস খেলেন। সেই ইনিংসের পরেই রবি শাস্ত্রীর অভিমত সুন্দরের মধ্যে সেই ক্ষমতা রয়েছে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা অলরাউন্ডার হওয়ার।

মুম্বাইয়ের বিরুদ্ধে ওই ম্যাচে হায়দরাবাদ দলের একটা সময় স্কোর ছিল ৯৬/৫। সেখান থেকে সুন্দরে কাউন্টার অ্যাটাকে তিনি ৫ ওভারের মধ্যে দলকে ১৫৪ রানে পৌঁছে দেন। হাঁকান তিনটি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি। ইএসপিএন ক্রিকইনফোকে এক সাক্ষাৎকারে সুন্দরের ব্যাটিং নিয়ে বলতে গিয়ে শাস্ত্রী জানান ও’ ভারতের অন্যতম সেরা অলরাউন্ডার হয়ার ক্ষমতা রাখে। ভবিষ্যতের সম্পদ ও। হিন্দুস্তানটাইমস

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া