adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ ওয়ানডে সুপার লিগের শীর্ষে, বিপদে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : আগামী বছর আইসিসি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করার লক্ষ্যে লড়াই করে যাচ্ছে ১২টি দল। ১৩ দল সুপার লিগে অংশ নিলেও ভারত বিশ্বকাপের আয়োজক দেশ হওয়ায় তারা সরাসরি খেলবে। বাকি ১২ দল থেকে শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। এখন পর্যন্ত লিগের পয়েন্ট তালিকার শীর্ষে আছে বাংলাদেশ।

পাকিস্তান অধিনায়ক বাবর আজম এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহকারী হলেও তার দল লিগ টেবিলে মোটেও সুবিধাজনক অবস্থায় নেই। ১২ ম্যাচে ৯০২ রান করে বাবর আজম সর্বোচ্চ রান সংগ্রহকারী।
৭৯১ রান নিয়ে দ্বিতীয় স্থানে পল স্টার্লিং। ৪ নম্বরে থাকা বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের সংগ্রহ ৬২৪ রান। সুপার লিগে যুগ্মভাবে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা ও আয়ারল্যান্ডের ক্রেগ ইয়ং। দুজনের শিকার ২৮টি করে। এই তালিকায় বাংলাদেশের সাকিব আল হাসান ২৫ উইকেট নিয়ে আছেন ৪ নম্বরে। টেবিলের শীর্ষে থাকা বাংলাদেশ ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট পেয়েছে। ৬০ পয়েন্ট নিয়ে পাকিস্তান ৯ নম্বরে।
সুপার লিগের পয়েন্ট টেবিল :
১. বাংলাদেশ : ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট
২. ইংল্যান্ড : ১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট
৩. ভারত : ১২ ম্যাচে ৭৯ পয়েন্ট
৪. অস্ট্রেলিয়া : ১২ ম্যাচে ৭০ পয়েন্ট
৫. আফগানিস্তান : ৯ ম্যাচে ৭০ পয়েন্ট
৬. আয়ারল্যান্ড : ১৮ ম্যাচে ৬৮ পয়েন্ট
৭. শ্রীলঙ্কা : ১৮ ম্যাচে ৬২ পয়েন্ট
৮. নিউজিল্যান্ড : ৬ ম্যাচে ৬০ পয়েন্ট
৯. পাকিস্তান : ১২ ম্যাচে ৬০ পয়েন্ট
১০. ওয়েস্ট ইন্ডিজ : ১৫ ম্যাচে ৫০ পয়েন্ট
১১. দক্ষিণ আফ্রিকা : ১৩ ম্যাচে ৪৯ পয়েন্ট
১২. জিম্বাবুয়ে : ১২ ম্যাচে ৩৫ পয়েন্ট
১৩. নেদারল্যান্ডস : ১০ ম্যাচে ২৫ পয়েন্ট – ক্রিকইনফো,

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া