adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

‘ইউরোপের ভবিষ্যৎ ইউক্রেন যুদ্ধের ওপর নির্ভর করছে’

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের যুদ্ধ কীভাবে শেষ হয় তার ওপর ইউরোপের ভবিষ্যৎ নির্ভর করছে বলে মন্তব্য করেছেন মলদোভার পররাষ্ট্রমন্ত্রী নিকু পোপেস্কু । রোববার (১ মে) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ খবর বলা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে পোপেস্কু বলেন, আমি মনে করি সমগ্র মহাদেশের ভবিষ্যৎ ইউক্রেনের রাজনৈতিক ব্যবস্থা, তার দেশ, তার স্থিতিস্থাপকতা বজায় রাখার ক্ষমতার উপর নির্ভর করে।

ইউক্রেনের প্রতিবেশী এ দেশটির পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, মলদোভা ইউক্রেনের সংঘাতকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। বিশেষ করে একজন সিনিয়র রাশিয়ান সামরিক কর্মকর্তা যখন বলেছেন, রাশিয়ান বাহিনী দক্ষিণ ইউক্রেনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্য নিয়েছে এবং এ ধরনের পদক্ষেপের ফলে ট্রান্সনিস্ট্রিয়ার বিচ্ছিন্নতাবাদী অঞ্চলে একটি স্থল করিডোরও খুলে যাবে। আগে থেকেই যেখানে রাশিয়ান সৈন্য নিযুক্ত আছে।

আরও পড়ুন: ৪০টি রুশ বিমান ধ্বংস করা ‘ঘোস্ট অব কিয়েভ’ যুদ্ধে নিহত, বড় ক্ষতি ইউক্রেনের!

ট্রান্সনিস্ট্রিয়া মলদোভা এবং ইউক্রেনের মধ্যে অবস্থিত একটি ভূখণ্ড। এই ভূখণ্ডে প্রায় ৪ লক্ষ ৭০ হাজার লোকের বসবাস। ১৯৯২ সালে মলদোভা কর্তৃপক্ষের সাথে যুদ্ধের পর অঞ্চলটি বিচ্ছিন্নতাবাদী কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া