ইংল্যান্ডের জাতীয় দলে ফিরছেন অ্যালেক্স হেলস?
স্পোর্টস ডেস্ক : শৃঙ্খলা ভঙ্গের কারণে লম্বা সময় ধরে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ও ইয়ন মরগানের সুনজরে নেই অ্যালেক্স হেলস। এবার সুদিন ফিরতে যাচ্ছে তার। জাতীয় দলের জন্য বিবেচনা করা হতে পারে স্টাইলিশ এই
এমনটাই জানিয়েছেন ইসিবির নতুন ম্যানেজিং ডিরেক্টর রব কি। ৩৩ বছর বয়সী হেলসকে জাতীয় দলের বিবেচনায় রাখতে যা করার দরকার তার সবটাই করবেন রব। যদিও হেলসের দলে ফেরা না ফেরা নির্ভর করবে তার পারফরম্যান্সের ওপর।
রব কি বলেন, এই সিদ্ধান্তের সাথে যারা জড়িত তাদের সঙ্গে আমার কথা বলতে হবে। তবে অ্যালেক্স হেলসকে আমি দল নির্বাচনের জন্য রাখব। সে তার সাজা ভোগ করেছে। তবে এর মানে এ নয় যে হেলস জাতীয় দলে ফিরছেন! সেটা ভিন্ন
জাতীয় দলে শেষবার ২০১৯ সালে খেলেছিলেন হেলস। মারকুটে এই ওপেনার ড্রাগ টেস্টে পাশ করতে না পারায় ২০১৯ বিশ্বকাপেও খেলতে পারেননি। তখন ২১ দিনের নিষেধাজ্ঞায় রাখা হয় তাকে। এর পাশাপাশি ইংল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়ক মরগানের আস্থাও হারিয়েছিলেন হেলস। ড্রেসিং রুমের পরিবেশ নষ্ট করার কারণে তাকে দল থেকে বাদ দিতে কুণ্ঠাবোধ করেননি মরগান।
এবার অবশ্য ভাগ্য পাল্টাতে যাচ্ছে হেলসের। যদিও জাতীয় দলে ফিরতে হলে তার পারফরম্যান্সের ওপরেই নির্ভর করছে অনেক কিছু। এছাড়াও ইনফর্ম জেসন রয়, জস বাটলার, ডেভিড মালান ও জনি বেয়ারস্টোদের ভিড়ে হেলস জায়গা পাবেন কিনা সেটাও দেখার বিষয়। -ক্রিকফ্রেঞ্জি