adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দুর্নীতির অভিযোগে আগামী জুনে বিচারের মুখোমুখি ব্লাটার ও প্লাতিনি

স্পোর্টস ডেস্ক : ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটার ও উয়েফার সাবেক প্রধান মিশেল প্লাতিনির আরও শাস্তি হতে পারে। দুর্নীতির অভিযোগে আগামী জুনে সুইজারল্যান্ডে বিচার শুরু হবে একসময়ে বিশ্ব ফুটবলের প্রভাবশালী এই দুই কর্মকর্তার।

সুইস আদালত মঙ্গলবার জানায়, আগামী ৮ জুন শুনানি শুরু হবে। সুইস প্রসিকিউটরদের অভিযোগ, ২০১১ সালে প্লাতিনিকে বেআইনিভাবে ২০ লাখ ইউরো প্রদান করেছিলেন ১৯৯৮ সাল থেকে টানা ১৭ বছর ফিফা প্রধানের দায়িত্বে থাকা ব্লাটার। গত নভেম্বরে তাদের অভিযুক্ত করা হয়।

কোনোরকম দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ অবশ্য বরাবরই অস্বীকার করে এসেছেন দুজন। আদালতে দোষী সাব্যস্ত হলে তাদের জেল বা জরিমানা হতে পারে। ব্যাপক দুর্নীতির অভিযোগে ২০১৫ সালের সেপ্টেম্বরে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করে ফিফার এথিক্স কমিটি।

তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় দুজনকেই ফুটবল সংক্রান্ত সব ধরনের কর্মকা- থেকে আট বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরে তা কমিয়ে ছয় বছর করা হয়। – জি নিউজ,

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2022
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া